আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষায় বলিষ্ঠ ও পেশাদারিত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি থানা এলাকার অপরাধ দমনে, জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে এবং দালালমুক্ত একটি সেবাবান্ধব পুলিশিং ব্যবস্থা গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
ভদ্রতা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও জনসেবার এক ব্যতিক্রমী উদাহরণ হয়ে উঠেছেন এই পুলিশ কর্মকর্তা। তার শৃঙ্খলাপরায়ণ ও সময়োপযোগী পদক্ষেপে ইতিমধ্যে ভালুকার সাধারণ মানুষদের মধ্যে তিনি আস্থার প্রতীক হিসেবে পরিচিত হয়ে উঠেছেন। থানায় কোনো সাধারণ মানুষ অভিযোগ করতে গেলে তাকে যেন কোনো হয়রানির শিকার হতে না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি রেখেছেন ওসি হুমায়ুন কবির। এমনকি দালাল কিংবা মধ্যস্বত্বভোগীদের কোনো প্রকার ছাড় না দেয়ার বিষয়েও তিনি থানার সকল সদস্যদের কঠোর নির্দেশনা দিয়েছেন।
আরও পড়ুনঃ উখিয়ায় পিতার নৃশংসতায় ৪ বছরের শিশু কন্যা খুন, মরদেহ খালে ভাসিয়ে দেয়ার চেষ্টা
দালালমুক্ত থানা গঠনে কঠোর পদক্ষেপ
ভালুকা মডেল থানা থেকে দালাল চক্রকে সম্পূর্ণ নির্মূল করতে ইতিমধ্যে তিনি একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন। থানার আশপাশে ও অভ্যন্তরে সন্দেহভাজনদের ওপর বিশেষ নজরদারি বসানো হয়েছে। অভিযোগ জমা, মামলা রেকর্ড কিংবা সাধারণ ডায়েরি (জিডি) করার ক্ষেত্রে কোনো দালালের প্রয়োজন নেই—এমন বার্তা বারবার প্রচার করছেন তিনি। থানা এলাকায় সিসি ক্যামেরা স্থাপন ও জনসচেতনতামূলক পোস্টার লাগানোর মাধ্যমে জনসাধারণকে সঠিক তথ্যও দিচ্ছেন।
অপরাধ দমনে তৎপরতা এবং জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি
ওসি হুমায়ুন কবিরের নেতৃত্বে ভালুকা মডেল থানা কর্তৃপক্ষ নিয়মিত অভিযান পরিচালনা করছে মাদক, সন্ত্রাস, জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে। চুরি-ডাকাতি সহ নানা অপরাধ প্রবণতা রোধে দিনরাত পরিশ্রম করছেন তিনি ও তার টিম। তদ্ব্যতীত, বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও শিক্ষামূলক কর্মকাণ্ডে তিনি সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন, যা তাকে আরও বেশি জনপ্রিয় করে তুলেছে স্থানীয় জনগণের কাছে।
অসাধু চক্রের অপতৎপরতা ও জনমত
সম্প্রতি কিছু অসাধু স্বার্থান্বেষী গোষ্ঠী ভালুকার স্থিতিশীল পরিবেশকে অস্থির করে তুলতে সক্রিয় হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, প্রশাসনের স্বচ্ছতা, দক্ষতা ও জনসেবামূলক ধারাকে বাধাগ্রস্ত করতেই একটি সংঘবদ্ধ চক্র মাঠে নেমেছে। তারা চায় না, জনগণ সরাসরি পুলিশের কাছ থেকে সেবা পাক। বরং দালাল ও ঘুষের পুরনো সংস্কৃতি চালু রাখতেই তাদের এসব অপতৎপরতা।
স্থানীয় নাগরিকরা এই চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তারা বলেন, জনগণ সেবা চায়, দালাল নয়। হুমায়ুন কবিরের মতো সৎ ও দায়িত্ববান অফিসাররা থাকলে আমাদের কোনো ভয় নেই। তারা প্রশাসনের প্রতি আস্থা রেখে এই চক্রের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
জনসেবার প্রতীক হয়ে উঠেছেন ওসি হুমায়ুন কবির
ভালুকায় পুলিশিং সেবার নতুন মানদণ্ড তৈরি করছেন ওসি হুমায়ুন কবির। যেখানে জনগণের সমস্যা শুনে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়, সেখানে হয়রানি বা অপেক্ষা নয়, বরং স্বচ্ছতা ও মানবিক আচরণের মাধ্যমে সমাধানই প্রাধান্য পায়।
জনগণ বলছেন, এমন অফিসারদের সুযোগ ও সময় দিতে হবে। যাদের নেতৃত্বে পুলিশ হয় জনবান্ধব, যারা আইনের শাসন প্রতিষ্ঠা করে, আর সাধারণ মানুষের বন্ধু হয়ে ওঠে।