আরাফাত রহমান,স্টাফ রিপোর্টার বগুড়াঃ
বগুড়া শাজাহানপুর উপজেলার ফটকি ব্রীজ সংলগ্ন হাইওয়ের পাশে দূর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। নিহত আনোয়ার হোসেন (৩৫) উপজেলার বেতগাড়ীস্থ রেনেটা লিমিটেডে মার্কেট অফিসার পদে কর্মরত ছিল।
জানাগেছে, নিহতের বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলায়। মাঝিড়াতে স্ত্রী,দুই ছেলেকে নিয়ে ভাড়া বাসায় থাকতো।
আরও পড়ুনঃ বদলগাছী উপজেলা (নওগাঁ) বিএপির সাবেক সহ যুব বিষয়ক সম্পাদক (সৌখিন) এর ইন্তেকাল
২৬ জুন (বৃ-হস্পতিবার) রাত ১ টায় অফিস ছুটি হলে ভাড়া বাসা মাঝিড়ায় ফেরার পথে কে বা কাহারা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ডিউটি অফিসার, মোছা: মুক্তি খাতুন। তিনি বলেন, নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছিল। ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।