শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনমঃ
চাঁপাইনবাবগঞ্জে এসডিএফ’র স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত নেত্রকোনা জেলা জজ কোর্টে আইন ছাত্র ফোরাম পরিচিতি সবা অনুষ্ঠিত হয় ময়মনসিংহে বিটিভির নতুন কুঁড়ি-২০২৫ প্রচার কৌশল সভা অনুষ্ঠিত গাবতলীতে সাংবাদিকদের সাথে জামায়াত এমপি প্রার্থী গোলাম রব্বানীর মতবিনিময় নোয়াখালী বিএনপির আহবায়ক আলো ও সদস্য সচিব আজাদ এর বিরুদ্ধে মিছিল সেনবাগে বিএনপির বিজয় মিছিলে হামলা, যৌথ বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ ৩১ দফা বিতরণ করতে রৌমারীতে রাজিবপুর উপজেলার বি এন পির আহ্বায়ক অধ্যাপক মোঃ মোখলেসুর রহমান বদলগাছীতে সরকারি রাস্তার প্রবেশ মুখে বাঁশের বেড়া, চরম ভোগান্তিতে এলাকাবাসী মনের আশা পূরণ করি- এম এ রউফ ২১ হাজার টাকার ফেনসিডিল ও মোটর সাইকেলসহ আটক ১ বদলগাছী বিনিময় সম্পত্তি জবরদখলের হুমকি অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে ! চাঁপাইনবাবগঞ্জে গোলাম জাকারিয়ার গণসংযোগ কার্যক্রমে লিফলেট বিতরণ নাসিরনগরে ব্রীজ নয়,যেন মরণ ফাঁদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম ফিলাপ ফি বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহ কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের উদোগে ঈদে মিলাদুন নবী উদযাপন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সকল প্রার্থীদের তালিকা  এনওয়াইপিডির ডেপুটি ইন্সপেক্টর পদোন্নতিতে কারাম চৌধুরীকে সংবর্ধনা জানিয়েছে “জীবন” গোমস্তাপুরে ফেক আইডি ও তার অনুসারীর বিরুদ্ধে অভিযোগ করায় সাংবাদিকের নামে মিথ্যা এজাহার মনিরুলের শাস্তির দাবি সাংবাদিক সমাজের একজন দায়িত্বশীল ব্যক্তির কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কর্তব্যনিষ্ঠা, জ্ঞান ও দক্ষতা থাকা, আল্লাহভীরুতা ও সততা বজায় রাখা, পরিশ্রমী ও কর্মঠ হওয়া, রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৫

বর্ষার অলিখিত প্রেম- আসাদুজ্জামান খান মুকুল

আসাদুজ্জামান খান মুকুল
পাবলিশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫

বর্ষার অলিখিত প্রেম- আসাদুজ্জামান খান মুকুল

 

বর্ষার প্রথম ফোঁটা নামতেই মনে হলো–
তুমি দাঁড়িয়ে আছো একা, ছাতা ছাড়াই –
সিক্ত হয়েছে তোমার এলোকেশ, এতে খুঁজে পেয়েছি আমি হারানো শ্রাবণের ঘ্রাণ।
জানালার ধারে বসা দুপুরে, দেখি তুমি হেঁটে যাচ্ছো বৃষ্টির রেখায়–
কোনো হারানো কবিতার মতো, যার পঙ্ক্তি আমি মুখস্থ করতে পারিনি।

তুমি হয়তো বর্ষারই আরেক নাম, যাকে কোনোদিন পুরোপুরি ডাকা হয়নি কন্ঠ ভরে।
তোমার চোখে ছিল এমন একজল, যা শুধু মেঘের আয়নায় প্রতিফলিত হয়েছে চুপিচুপি।
সে জল পড়তো আমার বুকের জমিনে, অস্পষ্ট কোনো কান্নার সুরে।
তুমি চলে যাবার দিন আকাশটাও থেমে গিয়েছিল –ঘুমভাঙা পাখির মতো কেঁদেছিল সারারাত।

তোমার না থাকা এক দীর্ঘ শ্রাবণ, যেখানে সিক্ত হয়েছি শুধু আমি একা।
সেই বৃষ্টি স্নাত বাতাসে আজও তুমি ছুঁয়ে যাও– কখনো কানের পাশে, কখনো পেছনে দাঁড়িয়ে।
আমার হৃদয় এখন ছাতাহীন পথচারী, প্রতিটি ফোঁটায় খোঁজে ফিরে তোমার মুখচ্ছবি।
মাঠের ভিজে ঘাসে আমি খুঁজি– তোমার পায়ের রেখা, অথবা কোনো ছায়ার ছোঁয়া।

আরও পড়ুনঃ গজারিয়ায় অবৈধ চুনা কারখানার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষের

যতবার বৃষ্টি নামে, আমি ভেবে চলি, এই বুঝি তুমি এলে, কাঁপা ভিজে গলায়।
তুমি অদৃশ্য হয়েও ফিরে আসো– প্রতিটি বৃষ্টির ফোঁটায়, প্রেমের শব্দ হয়ে।
আঙ্গুলের ডগায় জমে থাকা জল তুমি — যাকে না ছুঁয়েও প্রতিনিয়ত ছুঁয়ে থাকা যায়।
ভালোবাসা কি কখনো হারিয়ে যায়? না, সে তো বর্ষার মতো — আবার ফিরে আসে চুপচাপ।

তুমি এক অলিখিত চিঠি– যার ভাষা আমি বুঝি শুধু শ্রাবণের মৌণতায়।
আর আমি? তোমার অপেক্ষায় ভিজে থাকা এক নামহীন কবিতা।


এই বিভাগের আরও খবর