শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনমঃ
ময়মনসিংহে অবৈধ ব্যাটারি অটো তৈরির কারখানা, চুরির সংখ্যা বেড়েই চলেছে মিটফোর্ড এ  নৃশংসভাবে ইট দিয়ে হত্যার ঘটনায় ২ জন ও চট্টগ্রামে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে ১১ খন্ড করে গুম করার চেস্তার প্রধান আসামিকে গ্রেফতার সহ   সাংবাদিকদের সাথে র‍্যাবের মতবিনিময় আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমির উদ্দোগ্যে জোড়া খাসি প্রীতি ফুটবল টুর্নামেন্ট গাবতলীতে অনুষ্ঠিত *মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি:* *অগ্রগতি ও অন্তরায়* *জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লব: আইন, নীতি, নৈতিকতা এবং মূল্যবোধের আলোকে মনস্তাত্তিক এবং ভৌগোলিক বিশ্লেষণ* দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থানে কাগতিয়া মাদ্রাসা মিডফোর্ডে ব্যাবসায়ী হত্যার প্রতিবাদে ঢাকা -কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ববি’র শিক্ষার্থীরা অভিযানে গৌরবময় অবদান রাখায় প্রথমবারের মতো বাংলাদেশ কোস্ট গার্ড টাগ ‘বিসিজিটি প্রমত্ত’ এবং এর ক্রুদেরকে ‘প্রশংসাপত্র’ প্রদান করলো ‘আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (IMO যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ১৩৫৩ কর্মকর্তা ছাঁটাই সন্তান জন্ম দিতে এখনো আমেরিকায় আসছেন বাংলাদেশি দম্পতিরা গ্রিনকার্ডধারীদের যুক্তরাষ্ট্রে নিয়মিত থাকার প্রমাণ দেখাতে হবে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের বিতর্কিত আদেশ স্থগিত শিকাগো ম্যারাথন ও আয়রনম্যান নিউইয়র্কে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশি মিশু চাঁদপুরে খুতবা পছন্দ না হওয়ায় ইমামকে কুপিয়ে হত্যার চেষ্টা ! রাজনীতি, সন্ত্রাস ও নৈতিক পতন: একটি ভয়াবহ বাস্তবতা যেই লাউ সেই কদু *”যোগ্য বিচার চাই – মানবতা যেন হার না যায়!”* এডভোকেট এম হেলাল উদ্দিনের সংক্ষিপ্ত সফর: মেহেন্দিগঞ্জের মানুষের পাশে মানবিক নেতার একদিন মিটফোর্ড খুন- খুব শীঘ্রই সন্ত্রাসীদের দ্রুত বিচার আইনে শাস্তি দিতে হবে, নয়তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রদত্যাগ করার, দাবিতে গণআন্দোলন গড়ে তুলবো কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন? খুব যত্ন করে দিন, যাতে কেউ টের না পায়!

প্রথম সেশনে শান্ত-মুশফিকের ব্যাটে আশা দেখছে বাংলাদেশ

রিপোর্টার নাম
পাবলিশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
প্রথম সেশনে শান্ত-মুশফিকের ব্যাটে আশা দেখছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্কঃ

পঞ্চাশের আগেই টপ অর্ডার হাওয়া হয়ে গিয়েছিল বাংলাদেশের। দুই ওপেনার এনামুল হক বিজয়, সাদমান ইসলাম আর তিনে নামা মুমিনুল হককে বিদায় নিতে দেখেছিল ম্যাচের শুরুর দেড় ঘণ্টার ভেতরই।

তবে এরপরও প্রথম সেশনটা কিছুটা আশা নিয়ে শেষ করেছে সফরকারীরা, তার কারণ নাজমুল হোসেন শান্ত আর মুশফিকুর রহিম। দুজনের জুটিতে আর কোনো বিপদ ছাড়াই প্রথম সেশন শেষ করেছে বাংলাদেশ।

উইকেটটা খটখটে শুকনো। একটা বিপদ হতে পারত গলের আকাশে মেঘ থাকলে। তবে তাও ছিল না। তাই এমন উইকেটে প্রথম দিনে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিতে দুবার ভাবেননি অধিনায়ক শান্ত।

তবে উইকেট আর কন্ডিশন যতই ব্যাটিং বান্ধব হোক, ব্যাটিংটা তো যুতসই হওয়া চাই! সেটা আর হলো কই? সে কারণেই তো পঞ্চাশের আগেই টপ অর্ডারের তিন ব্যাটারকে খোয়াতে হলো!

শুরুটা হলো এনামুল হক বিজয়কে দিয়ে। ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে তিনি জিম্বাবুয়ে সিরিজে জায়গা করে নিয়েছিলেন দলে। দ্বিতীয় ম্যাচে একটা ইনিংসই খেলার সুযোগ পেয়েছিলেন। সেখানে ৩৯ রান করে দলে জায়গা পাঁকা করেন তিনি।

খর্বশক্তির জিম্বাবুয়ের বিপক্ষেই বড় রান হয়নি, সেই তিনি আজ বড় কিছু করতে পারেননি। তাকে সেট আপ করে সামনের পায়ে এনে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন আসিথা ফার্নান্দো। ১০ বল খেলে তিনি রানের খাতা না খুলেই বিদায় নেন।

এরপরের পালা সাদমানের। জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন, সে ধারাটা শ্রীলঙ্কাতেও টানতে ব্যর্থ হন তিনি। ইনিংসের ১৬তম ওভারে তিনি শিকার বনে যান অভিষিক্ত স্পিনার থারিন্দুর। তিনিও সামনের পায়ে খেলার দোষেই উইকেটটা খোয়ালেন। বল নিচু ছিল, খানিকটা টার্নও ছিল, তার ব্যাটের কানায় লেগে বল চলে যায় স্লিপে, ধনাঞ্জয়া ডি সিলভার হাতে জমা পড়ে বলটা।

আরও পড়ুনঃ সিরাজগঞ্জে স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় বন্ধুকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

এনামুলের বিদায়ের পর থেকে দারুণ আক্রমণাত্মক ক্রিকেট খেলছিলেন মুমিনুল। ২২ রানে থারিন্দুর বলে একবার জীবনও পেয়েছিলেন ধনাঞ্জয়ার হাত থেকে। ২৯ রানে সেই থারিন্দুকে আবারও লেট কাট করতে চেয়েছিলেন মুমিনুল, তবে এবার আর ভাগ্যটা সঙ্গ দেয়নি তাকে। ৪৫ রানে বাংলাদেশ তাদের তৃতীয় উইকেট হারিয়ে বসে।

এরপর দলটা তাকিয়ে ছিল অধিনায়ক শান্ত আর মুশফিকের ব্যাটের দিকে। দুই অভিজ্ঞ ব্যাটার দলকে নিরাশ করেননি। দুজন মিলে ৭১ বলে ৪৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন চতুর্থ উইকেটে। দুজনেই এসময় খেলেছেন ইতিবাচক ক্রিকেট।

৩ চার আর ১টি ছয়ে ২৫ রান করেছেন শান্ত। ওপাশে মুশফিক নিয়মিত স্ট্রাইক বদলে রান করেছেন ২০। দুজন মিলে প্রবাথ জয়াসুরিয়াকে সামলেছেন বেশ বুঝে শুনে, তবে অনভিজ্ঞ থারিন্দুর বিপক্ষে দ্রুত রান তোলার চেষ্টা করেছেন। আর তাতেই দুজন দারুণ সেট হয়ে গেছেন উইকেটে। সেশন শেষ করেছে ৩ উইকেট খুইয়ে ৯০ রান তুলে।

দুজনের ব্যাটে চড়ে প্রথম সেশনটা শ্রীলঙ্কার একার হতে দেয়নি বাংলাদেশ। এবার দ্বিতীয় সেশনে আধিপত্যটা নিশ্চয়ই আরও বাড়াতে চাইবে সফরকারীরা।


এই বিভাগের আরও খবর