শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনমঃ
নেত্রকোনা জেলা জজ কোর্টে আইন ছাত্র ফোরাম পরিচিতি সবা অনুষ্ঠিত হয় ময়মনসিংহে বিটিভির নতুন কুঁড়ি-২০২৫ প্রচার কৌশল সভা অনুষ্ঠিত গাবতলীতে সাংবাদিকদের সাথে জামায়াত এমপি প্রার্থী গোলাম রব্বানীর মতবিনিময় নোয়াখালী বিএনপির আহবায়ক আলো ও সদস্য সচিব আজাদ এর বিরুদ্ধে মিছিল সেনবাগে বিএনপির বিজয় মিছিলে হামলা, যৌথ বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ ৩১ দফা বিতরণ করতে রৌমারীতে রাজিবপুর উপজেলার বি এন পির আহ্বায়ক অধ্যাপক মোঃ মোখলেসুর রহমান বদলগাছীতে সরকারি রাস্তার প্রবেশ মুখে বাঁশের বেড়া, চরম ভোগান্তিতে এলাকাবাসী মনের আশা পূরণ করি- এম এ রউফ ২১ হাজার টাকার ফেনসিডিল ও মোটর সাইকেলসহ আটক ১ বদলগাছী বিনিময় সম্পত্তি জবরদখলের হুমকি অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে ! চাঁপাইনবাবগঞ্জে গোলাম জাকারিয়ার গণসংযোগ কার্যক্রমে লিফলেট বিতরণ নাসিরনগরে ব্রীজ নয়,যেন মরণ ফাঁদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম ফিলাপ ফি বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহ কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের উদোগে ঈদে মিলাদুন নবী উদযাপন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সকল প্রার্থীদের তালিকা  এনওয়াইপিডির ডেপুটি ইন্সপেক্টর পদোন্নতিতে কারাম চৌধুরীকে সংবর্ধনা জানিয়েছে “জীবন” গোমস্তাপুরে ফেক আইডি ও তার অনুসারীর বিরুদ্ধে অভিযোগ করায় সাংবাদিকের নামে মিথ্যা এজাহার মনিরুলের শাস্তির দাবি সাংবাদিক সমাজের একজন দায়িত্বশীল ব্যক্তির কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কর্তব্যনিষ্ঠা, জ্ঞান ও দক্ষতা থাকা, আল্লাহভীরুতা ও সততা বজায় রাখা, পরিশ্রমী ও কর্মঠ হওয়া, রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৫ সরকারি নির্দেশনা উপেক্ষা করে কুয়াকাটা ভ্রমণে মান্দা উপজেলা শিক্ষা কর্মকর্তা!

প্রথম সেশনে শান্ত-মুশফিকের ব্যাটে আশা দেখছে বাংলাদেশ

রিপোর্টার নাম
পাবলিশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
প্রথম সেশনে শান্ত-মুশফিকের ব্যাটে আশা দেখছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্কঃ

পঞ্চাশের আগেই টপ অর্ডার হাওয়া হয়ে গিয়েছিল বাংলাদেশের। দুই ওপেনার এনামুল হক বিজয়, সাদমান ইসলাম আর তিনে নামা মুমিনুল হককে বিদায় নিতে দেখেছিল ম্যাচের শুরুর দেড় ঘণ্টার ভেতরই।

তবে এরপরও প্রথম সেশনটা কিছুটা আশা নিয়ে শেষ করেছে সফরকারীরা, তার কারণ নাজমুল হোসেন শান্ত আর মুশফিকুর রহিম। দুজনের জুটিতে আর কোনো বিপদ ছাড়াই প্রথম সেশন শেষ করেছে বাংলাদেশ।

উইকেটটা খটখটে শুকনো। একটা বিপদ হতে পারত গলের আকাশে মেঘ থাকলে। তবে তাও ছিল না। তাই এমন উইকেটে প্রথম দিনে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিতে দুবার ভাবেননি অধিনায়ক শান্ত।

তবে উইকেট আর কন্ডিশন যতই ব্যাটিং বান্ধব হোক, ব্যাটিংটা তো যুতসই হওয়া চাই! সেটা আর হলো কই? সে কারণেই তো পঞ্চাশের আগেই টপ অর্ডারের তিন ব্যাটারকে খোয়াতে হলো!

শুরুটা হলো এনামুল হক বিজয়কে দিয়ে। ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে তিনি জিম্বাবুয়ে সিরিজে জায়গা করে নিয়েছিলেন দলে। দ্বিতীয় ম্যাচে একটা ইনিংসই খেলার সুযোগ পেয়েছিলেন। সেখানে ৩৯ রান করে দলে জায়গা পাঁকা করেন তিনি।

খর্বশক্তির জিম্বাবুয়ের বিপক্ষেই বড় রান হয়নি, সেই তিনি আজ বড় কিছু করতে পারেননি। তাকে সেট আপ করে সামনের পায়ে এনে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন আসিথা ফার্নান্দো। ১০ বল খেলে তিনি রানের খাতা না খুলেই বিদায় নেন।

এরপরের পালা সাদমানের। জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন, সে ধারাটা শ্রীলঙ্কাতেও টানতে ব্যর্থ হন তিনি। ইনিংসের ১৬তম ওভারে তিনি শিকার বনে যান অভিষিক্ত স্পিনার থারিন্দুর। তিনিও সামনের পায়ে খেলার দোষেই উইকেটটা খোয়ালেন। বল নিচু ছিল, খানিকটা টার্নও ছিল, তার ব্যাটের কানায় লেগে বল চলে যায় স্লিপে, ধনাঞ্জয়া ডি সিলভার হাতে জমা পড়ে বলটা।

আরও পড়ুনঃ সিরাজগঞ্জে স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় বন্ধুকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

এনামুলের বিদায়ের পর থেকে দারুণ আক্রমণাত্মক ক্রিকেট খেলছিলেন মুমিনুল। ২২ রানে থারিন্দুর বলে একবার জীবনও পেয়েছিলেন ধনাঞ্জয়ার হাত থেকে। ২৯ রানে সেই থারিন্দুকে আবারও লেট কাট করতে চেয়েছিলেন মুমিনুল, তবে এবার আর ভাগ্যটা সঙ্গ দেয়নি তাকে। ৪৫ রানে বাংলাদেশ তাদের তৃতীয় উইকেট হারিয়ে বসে।

এরপর দলটা তাকিয়ে ছিল অধিনায়ক শান্ত আর মুশফিকের ব্যাটের দিকে। দুই অভিজ্ঞ ব্যাটার দলকে নিরাশ করেননি। দুজন মিলে ৭১ বলে ৪৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন চতুর্থ উইকেটে। দুজনেই এসময় খেলেছেন ইতিবাচক ক্রিকেট।

৩ চার আর ১টি ছয়ে ২৫ রান করেছেন শান্ত। ওপাশে মুশফিক নিয়মিত স্ট্রাইক বদলে রান করেছেন ২০। দুজন মিলে প্রবাথ জয়াসুরিয়াকে সামলেছেন বেশ বুঝে শুনে, তবে অনভিজ্ঞ থারিন্দুর বিপক্ষে দ্রুত রান তোলার চেষ্টা করেছেন। আর তাতেই দুজন দারুণ সেট হয়ে গেছেন উইকেটে। সেশন শেষ করেছে ৩ উইকেট খুইয়ে ৯০ রান তুলে।

দুজনের ব্যাটে চড়ে প্রথম সেশনটা শ্রীলঙ্কার একার হতে দেয়নি বাংলাদেশ। এবার দ্বিতীয় সেশনে আধিপত্যটা নিশ্চয়ই আরও বাড়াতে চাইবে সফরকারীরা।


এই বিভাগের আরও খবর