✍️ সাংবাদিক মোহাম্মদ আলম:
আমরা যারা জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি,
তারা বুক ফাটানো কষ্ট নিয়ে বলছি —
বাংলাদেশকে ধ্বংস কোরো না!
এই দেশটা আমাদের রক্তে কেনা,
মায়ের চোখের পানি, বাবার ঘাম,
এদেশের প্রতিটি মাটির দানায় ইতিহাস লেখা।
আজ যারা ক্ষমতার জন্য একে অপরকে ছিন্নভিন্ন করছো,
ভুলে যেও না —
ক্ষমতা ক্ষণিকের, কিন্তু দেশ চিরন্তন।
আরও পড়ুনঃ সাভারে স্বর্ণের গহনা তৈরীর কারীগরের ঝুলন্ত লাশ উদ্ধার
👉 যদি তুমি বাংলাদেশের জনগণকে ভালোবাসো,
তাহলে ঘৃণা নয়, দাও ভালোবাসা।
লুটপাট নয়, গড়ো উন্নয়ন।
সুবিধাবাদ নয়, হও দেশপ্রেমিক।
আমরা চলে যাব —
কিন্তু চাই না তোমাদের হাতে ধ্বংস হোক বাংলাদেশ।
চাই, তোমরা একসাথে এই দেশকে গড়ো
“সোনার বাংলা” — যে বাংলার স্বপ্ন আমরা দেখেছিলাম।
🤲 আল্লাহর নামে বলছি —
তোমরা এই জাতিকে আর কাঁদিও না।