শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২০ অপরাহ্ন
শিরোনমঃ
চাঁপাইনবাবগঞ্জে এসডিএফ’র স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত নেত্রকোনা জেলা জজ কোর্টে আইন ছাত্র ফোরাম পরিচিতি সবা অনুষ্ঠিত হয় ময়মনসিংহে বিটিভির নতুন কুঁড়ি-২০২৫ প্রচার কৌশল সভা অনুষ্ঠিত গাবতলীতে সাংবাদিকদের সাথে জামায়াত এমপি প্রার্থী গোলাম রব্বানীর মতবিনিময় নোয়াখালী বিএনপির আহবায়ক আলো ও সদস্য সচিব আজাদ এর বিরুদ্ধে মিছিল সেনবাগে বিএনপির বিজয় মিছিলে হামলা, যৌথ বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ ৩১ দফা বিতরণ করতে রৌমারীতে রাজিবপুর উপজেলার বি এন পির আহ্বায়ক অধ্যাপক মোঃ মোখলেসুর রহমান বদলগাছীতে সরকারি রাস্তার প্রবেশ মুখে বাঁশের বেড়া, চরম ভোগান্তিতে এলাকাবাসী মনের আশা পূরণ করি- এম এ রউফ ২১ হাজার টাকার ফেনসিডিল ও মোটর সাইকেলসহ আটক ১ বদলগাছী বিনিময় সম্পত্তি জবরদখলের হুমকি অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে ! চাঁপাইনবাবগঞ্জে গোলাম জাকারিয়ার গণসংযোগ কার্যক্রমে লিফলেট বিতরণ নাসিরনগরে ব্রীজ নয়,যেন মরণ ফাঁদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম ফিলাপ ফি বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহ কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের উদোগে ঈদে মিলাদুন নবী উদযাপন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সকল প্রার্থীদের তালিকা  এনওয়াইপিডির ডেপুটি ইন্সপেক্টর পদোন্নতিতে কারাম চৌধুরীকে সংবর্ধনা জানিয়েছে “জীবন” গোমস্তাপুরে ফেক আইডি ও তার অনুসারীর বিরুদ্ধে অভিযোগ করায় সাংবাদিকের নামে মিথ্যা এজাহার মনিরুলের শাস্তির দাবি সাংবাদিক সমাজের একজন দায়িত্বশীল ব্যক্তির কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কর্তব্যনিষ্ঠা, জ্ঞান ও দক্ষতা থাকা, আল্লাহভীরুতা ও সততা বজায় রাখা, পরিশ্রমী ও কর্মঠ হওয়া, রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৫

*ঈসা (আ.): পরিচয়, ত্রিত্ববাদ, এবং আসমানে তোলা—ইসলামের আলোকে বিশ্লেষণ*

ডাঃ এম, জি, মোস্তফা মুসাঃ
পাবলিশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫

ডাঃ এম, জি, মোস্তফা মুসাঃ

*ঈসা (আ.): পরিচয়, ত্রিত্ববাদ, এবং আসমানে তোলা—ইসলামের আলোকে বিশ্লেষণ*

_ভূমিকা:_ ইসলামে ঈসা (আ.)-এর ব্যক্তিত্ব এক গুরুত্বপূর্ণ ও সম্মানিত অধ্যায়। তাঁকে মুসলিমরা এক মহান নবী ও রাসূল হিসেবে বিশ্বাস করেন। অথচ ইতিহাসে তাঁর পরিচয় নিয়ে সবচেয়ে বেশি বিভ্রান্তি তৈরি করা হয়েছে। খ্রিষ্টান সমাজ তাঁকে আল্লাহর পুত্র হিসেবে দাবী করেছে, সৃষ্টি করেছে ত্রিত্ববাদ (Trinity) নামক বিশ্বাস।

আবার তাঁরা দাবি করে যে, তাঁকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছে। ইসলাম এইসব দাবির সম্পূর্ণ বিপরীতে দাঁড়িয়ে ঘোষণা করেছে যে, ঈসা (আ.)-কে হত্যা করা হয়নি, তাঁকে ক্রুশবিদ্ধ করা হয়নি, বরং আল্লাহ তাঁকে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিয়েছেন। এই প্রবন্ধে আমরা কুরআন ও হাদীসের আলোকে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিশ্লেষণ করব, ইন-শা-আল্লাহ।

*১. ইসলামের চোখে ঈসা (আ.)-এর পরিচয়:* ঈসা (আ.) ইসলামের দৃষ্টিতে আল্লাহর একজন প্রেরিত নবী ও রাসূল। তাঁকে “মাসীহ” বলা হয়। তিনি মারিয়াম (আ.)-এর গর্ভে পিতা ছাড়া অলৌকিকভাবে জন্মগ্রহণ করেন। কুরআনুল কারীমে বলা হয়েছে: “মসীহ ঈসা ইবনে মারিয়াম আল্লাহর রাসূল, আর তাঁর কালিমা, যা তিনি মারিয়ামের প্রতি নিক্ষেপ করেছেন এবং তাঁর পক্ষ থেকে এক রূহ।” (সূরা নিসা, ৪:১৭১)।

আরও পড়ুনঃ বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত – জাতীয় সতর্কতা ও ঐক্যের আহ্বান

*২. খ্রিষ্টধর্মের ত্রিত্ববাদ (Trinity):* “কাজেই তোমরা আল্লাহ ও তাঁর রাসূলদের উপর ঈমান আন এবং বলো না, ‘তিন’; এ থেকে নিবৃত্ত হও, এটাই তোমাদের জন্য কল্যাণকর হবে। আল্লাহই তো এক ইলাহ; তাঁর সন্তান হবে – – -তিনি এটা থেকে পবিত্র-মহান”। (সূরা নিসা, ৪:১৭১)।

ত্রিত্ববাদ খ্রিষ্টানদের এক মহাভ্রান্ত বিশ্বাস, যেখানে বলা হয়: (ক). আল্লাহ পিতা (God the Father); (খ). ঈসা আল্লাহর পুত্র (Jesus the Son); এবং (গ). পবিত্র আত্মা (Holy Spirit)। তাদের মতে, এই তিন সত্তা মিলে এক আল্লাহ। অথচ এটি ইসলামের দৃষ্টিতে স্পষ্ট শিরক। কুরআনে এসেছে: “তিনজন বলো না। এটা তোমাদের জন্য মঙ্গলজনক। আল্লাহ তো একমাত্র ইলাহ।” (সূরা নিসা, ৪:১৭১)।

অন্যত্র বলা হয়েছে: “নিশ্চয়ই কাফের তারা, যারা বলে, ‘আল্লাহ তো তিনের মধ্যে একজন।’ অথচ একমাত্র ইলাহ ব্যতীত অন্য কোনো ইলাহ নেই।” (সূরা মায়েদা, ৫:৭৩)। ত্রিত্ববাদ মূলত ঈসা (আ.)-এর প্রতি অতিরঞ্জিত মহিমা আরোপের ফল, যা তাদের প্রকৃত তাওহীদ থেকে দূরে সরিয়ে দিয়েছে।

আরও পড়ুনঃ গণতন্ত্র দেশ হলো এমন এক শাসনব্যবস্থা যেখানে নীতিনির্ধারণে বা প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে সকল সদস্য বা সকল নাগরিকের সমান অধিকার থাকে

*৩. ঈসা (আ.)-কে হত্যা ও ক্রুশবিদ্ধ করার দাবি:* খ্রিষ্টানরা বিশ্বাস করে, ঈসা (আ.)-কে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছে। কিন্তু ইসলামের দৃষ্টিতে এ বিশ্বাস সঠিক নয়। কুরআনে স্পষ্ট বলা হয়েছে: “তারা তাঁকে হত্যা করেনি, তাঁকে শূলেও চড়ায়নি; বরং তাদের কাছে বিষয়টি সন্দেহজনক করে তোলা হয়েছিল।

যারা এ বিষয়ে মতভেদ করছে, তারা সম্পূর্ণ সন্দেহে রয়েছে। তারা এর সম্পর্কে কোনো নিশ্চিত জ্ঞান রাখে না, কেবল ধারণার অনুসরণ করে। নিশ্চয়ই তারা তাঁকে হত্যা করেনি।” (সূরা নিসা, ৪:১৫৭)। অর্থাৎ, হত্যা বা ক্রুশবিদ্ধ হওয়া একেবারেই ভিত্তিহীন গল্প মাত্র। এটি ছিল আল্লাহর এক বিশেষ কুদরতের নিদর্শন।

*৪. ঈসা (আ.)-কে চতুর্থ আসমানে তোলা:* কুরআনে বলা হয়েছে: “বরং আল্লাহ তাঁকে নিজের কাছে উঠিয়ে নিয়েছেন। আল্লাহ সর্বশক্তিমান, প্রজ্ঞাময়।” (সূরা নিসা, ৪:১৫৮)। মিরাজের হাদীস দ্বারা প্রমাণিত, ঈসা (আ.) এখন চতুর্থ আসমানে রয়েছেন। মিরাজের রাতে নবী মুহাম্মদ (ﷺ) ঈসা (আ.)-কে চতুর্থ আসমানে দেখতে পান। মুহাম্মদ (ﷺ) বলেন: “আমি চতুর্থ আসমানে ঈসা ইবনে মারিয়ামকে দেখলাম।”

(সহীহ মুসলিম)। ইসলামী বিশ্বাস অনুসারে, কিয়ামতের পূর্বে ঈসা (আ.) পুনরায় দুনিয়ায় অবতরণ করবেন, তিনি ন্যায়পরায়ণ শাসক হবেন, তিনি ক্রুশ ভেঙ্গে দেবেন, শূকর হত্যা করবেন, জিযিয়া বাতিল করবেন এবং সম্পদ এত বেশি হবে যে, কেউ তা গ্রহণ করতে চাইবে না” —(সহীহ মুসলিম, হাদীস: ১৫৫)। ঈসা (আ.) দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন, তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন। ঈসা (আ.) এসে ঘোষণা করবেন যে, তিনি আল্লাহর পুত্র নন, বরং আল্লাহর বান্দা ও রাসূল। (মুসলিম, তিরমিযী)।

আরও পড়ুনঃ জুলাই শহীদদের স্বপ্নের ‘নতুন বাংলাদেশ’ গড়তে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

*৫. ঈসা (আ.)-এর আসমানে তোলার হিকমাহ:* (ক). ত্রিত্ববাদ ভেঙে দেওয়া: ঈসা (আ.)-এর আসমানে তোলা প্রমাণ করে, তিনি মানুষ, সৃষ্ট, আল্লাহর পুত্র নন। এটি ত্রিত্ববাদকে ভ্রান্ত প্রমাণ করে। (খ). কিয়ামতের নিদর্শন: ঈসা (আ.)-এর পুনরাগমন কিয়ামতের অন্যতম বড় নিদর্শন। (গ). মানবজাতির জন্য শিক্ষা: আল্লাহ যা চান, তাই করতে সক্ষম। কোনো শক্তি, ষড়যন্ত্র, বা পরিকল্পনা আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে পারে না।

*৬. উপসংহার:* ঈসা (আ.) ইসলামের দৃষ্টিতে এক মহৎ নবী ও আল্লাহর প্রেরিত রাসূল। তাঁকে কখনো আল্লাহর পুত্র বা ঈশ্বররূপে মানা ইসলামের মৌলিক বিশ্বাসের পরিপন্থী। ইসলাম দৃঢ়ভাবে ঘোষণা করে—ঈসা (আ.)-কে হত্যা করা হয়নি, বরং তাঁকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে।

এ ঘটনা আল্লাহর কুদরতের নিদর্শন, ত্রিত্ববাদ ভ্রান্ত প্রমাণের অন্যতম প্রমাণ, এবং মুসলিমদের ঈমান দৃঢ় করার উপাদান। আমাদের কর্তব্য হলো ঈসা (আ.)-কে প্রকৃত সম্মান করা, যেমন ইসলাম আমাদের শিক্ষা দেয়—তিনি আল্লাহর বান্দা, প্রেরিত রাসূল এবং এক মহান নিদর্শন।

*আল্লাহ-হুম্মা সাল্লি, ওয়া সাল্লিম, ওয়া বারিক আ’লা মুহাম্মাদ; আল-হামদু লিল্লাহি রাব্বিল আ’লামীন*। (মূসা: ১৬-০৭-২৫)।


এই বিভাগের আরও খবর