বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে একযোগে জুলাই পুর্নজাগরণে সমাজ গঠনে শপথ পাঠ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ হলরুমে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে সরাসরি ভার্চুয়ালী অংশ গ্রহণের জন্য উপজেলা সমাজসেবা ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর মধুপুর এর আয়োজন করে।
অনুষ্ঠানে সারা দেশের বিভিন্ন জেলা ও উপজেলার সাথে মধুপুর উপজেলাও সংযুক্ত থেকে সরাসরি সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদের আলোচনায় অংশ গ্রহণ করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মীর্জা জুবায়ের হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোস্তফা হোসাইন,
আরও পড়ুনঃ নরসিংদীতে যথাযথ মর্যাদায় (জুলাই গণঅভ্যুত্থান)স্মরণে সিক্স-এ-
মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমী সহ মধুপুরে জুলাই আন্দোলনে অংশ গ্রহনকারী ছাত্র সমাজের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মোস্তফা হোসাইন।