আয়াত উল্লাহ নোয়াখালীঃ
ভাই মানে শুধু রক্তের সম্পর্ক না, ভাই মানে নির্ভরতার আরেক নাম। শত্রুর সামনে বুক চিতিয়ে দাঁড়ায় যে।
চোখে পানি আসলেও মুখে হাসি রাখে যে, চুপচাপ থেকেও সব বুঝে যে সে-ই হলো “ভাই”। ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক হওয়া উচিত বিশ্বাসে, ভালোবাসায় আর সম্মানে ভরা।
আরও পড়ুনঃ কাশিয়ানীতে সহিংসতায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা
হিংসা নয়, সহানুভূতি হোক। প্রতিদ্বন্দ্বিতা নয়, পাশে দাঁড়ানোর প্রতিযোগিতা হোক। ভাইয়ের ভালোবাসা থাকুক চিরকাল… ভাইয়ের সম্পর্ক হোক বন্ধুর থেকেও গভীর!