ঝালকাঠি প্রতিনিধি:-
ঝালকাঠি জেলাধীন রাজাপুর উপজেলার স্বেচ্ছাসেবী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন “ছালমা যুব সংস্থা ও শিল্পীগোষ্ঠী”র সভাপতি মোসাঃ ছালমা বেগম (বাউল ছালমা) ও সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন সহ সকল সদস্যরা প্রায় অর্ধযুগ যাবত স্থানীয় মুমূর্ষু রোগীদের সহ দেশের বিভিন্ন এলাকার রোগীদের স্বেচ্ছায় রক্তদান করে আসছেন।
এছাড়াও সামাজিক, সাংস্কৃতিক, আয়বর্দ্ধক, মাদক ও বাল্যবিয়ে নিরসন সহ বিভিন্ন ধরনের জনহিতকর কার্যক্রম পরিচালনা করে আসছে এই সংগঠনের নিরলস সদস্যরা।
আরও পড়ুনঃ গাবতলীর কাগইলে পুলিশ কর্মকর্তার মারধরে ১ যুবক আহত
উক্ত সংগঠনটি বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধন কৃত। বর্তমানে ছালমা শিল্পীগোষ্ঠীর সংগীত শিল্পীরা বাংলাদেশ বেতার ও টেলিভিশনে নিয়মিত সংগীত পরিবেশন করে আসছেন। ইতোমধ্যে সংগঠনের সভাপতি বাউল ছালমা বরিশাল বিভাগের শ্রেষ্ঠ জয়িতা ও সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন।
এই প্রতিষ্ঠানের কার্যক্রমের সুনাম এলাকাসহ জাতীয় পর্যায়ে ছড়িয়ে পড়েছে। এমতাবস্থায় প্রতিষ্ঠানটির কর্মকাণ্ড দেশব্যাপী বাস্তবায়ন করার জন্য দরকার সরকারী, বেসরকারি বা বৈদেশিক আর্থিক সহায়তা। তবে দেশব্যাপী কার্যক্রম পরিচালনার ইচ্ছা পোষণ করেছেন প্রতিষ্ঠান পরিচালকগন।
এই সংগঠন সম্পর্কে রাজাপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব চন্দ্র মজুমদার বলেন যে, ছালমা যুব সংস্থা ও শিল্পীগোষ্ঠী দক্ষ ও যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক প্রশিক্ষিত সংগঠক কর্তৃক পরিচালিত বলে আমরাও তাদের প্রতি নিয়মিত তদারকি করে থাকি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতি তিন বছর পর পর বার্ষিক অনুদান বরাদ্দ দিয়ে থাকি, তবে বরাদ্দের পরিমান যথেষ্ট নয়।
আমরা এই সংগঠনটির অগ্রগতি কামনা করি। সংস্থার সভাপতি মোসাঃ ছালমা বেগম (বাউল ছালমা) প্রতিবেদককে জানান আমরা প্রতিষ্ঠানের নামে সরকারী, বেসরকারি, বৈদেশিক বা কোন ব্যাক্তি অনুদান বরাদ্দ পেলে সমাজ ও জাতির কল্যাণে নিরলস কাজ করারমত মানসিকতা ও জনবল আমাদে আছে।
সংসার সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন বলেন যে, প্রতিষ্ঠান প্রতিষ্ঠা থেকে বিগত ৭/৮ বছরে এপর্যন্ত সভাপতি ১৮ বার ও আমি সম্পাদক ১১ বার রক্তদান সহ অন্যান্য সদস্যরা মিলে এলাকার ও বিভিন্ন এলাকার প্রায় শতাধিক মুমূর্ষু রোগীদের স্বেচ্ছায় রক্তদান করেছি। এছারাও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপনের মাধ্যমে সমাজের বিশৃঙ্খলা, মাদক ও বাল্য বিয়ে নিরসনে বহু কাজ করেছি।