মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের তালুক রহিমাপুর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে দুই হ্যাকারকে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও থানা পুলিশ।
জানা যায়, মঙ্গলবার গভীর রাতে সাঘাটা সেনা ক্যাম্পের ক্যাপ্টেনের নেতৃত্বে এবং গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুনঃ এদেশে যারা অন্যায়ের রাজা হতে চায় নেতা হতে চায়। তাদের রাজদন্ড; আমরা হবো সত্য, হাতে ন্যায়দন্ড
অভিযানে গ্রেফতার করা হয় জামিল হোসেনের ছেলে আশিকুর রহমান (৩২) এবং মুনসুর আলীর ছেলে আদম হোসেন (২৮) কে। অভিযানে গোবিন্দগঞ্জ থানার পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করেন।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মোবাইল হ্যাকিং, প্রতারণা ও অবৈধ তথ্য লেনদেনের সঙ্গে জড়িত ছিল। তাদের জিজ্ঞাসাবাদে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে।