মোঃ রানা মিয়া,বগুড়া জেলা প্রতিনিধিঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য ও দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে আজ শনিবার বগুড়ায় এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বগুড়া জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি পদদলিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবিতে স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।
আরও পড়ুনঃ মধুপুরে সংবাদ প্রকাশের পর সুপ্রীয়া ম্রী পেলেন ঘর তৈরির ঢেউটিন
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, সম্প্রতি কতিপয় ব্যক্তি রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য দিয়েছেন।
একইসাথে দেশের মধ্যে খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের মাত্রা অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় জনজীবন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা।