শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনমঃ
বসুন্ধরা টিস্যু পেপার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডঃ  বগুড়ার গাবতলীতে বসতবাড়ি ভাঙচুর, নারী আহত – আদালতে মামলা মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে এসডিএফ’র স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত নেত্রকোনা জেলা জজ কোর্টে আইন ছাত্র ফোরাম পরিচিতি সবা অনুষ্ঠিত হয় ময়মনসিংহে বিটিভির নতুন কুঁড়ি-২০২৫ প্রচার কৌশল সভা অনুষ্ঠিত গাবতলীতে সাংবাদিকদের সাথে জামায়াত এমপি প্রার্থী গোলাম রব্বানীর মতবিনিময় নোয়াখালী বিএনপির আহবায়ক আলো ও সদস্য সচিব আজাদ এর বিরুদ্ধে মিছিল সেনবাগে বিএনপির বিজয় মিছিলে হামলা, যৌথ বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ ৩১ দফা বিতরণ করতে রৌমারীতে রাজিবপুর উপজেলার বি এন পির আহ্বায়ক অধ্যাপক মোঃ মোখলেসুর রহমান বদলগাছীতে সরকারি রাস্তার প্রবেশ মুখে বাঁশের বেড়া, চরম ভোগান্তিতে এলাকাবাসী মনের আশা পূরণ করি- এম এ রউফ ২১ হাজার টাকার ফেনসিডিল ও মোটর সাইকেলসহ আটক ১ বদলগাছী বিনিময় সম্পত্তি জবরদখলের হুমকি অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে ! চাঁপাইনবাবগঞ্জে গোলাম জাকারিয়ার গণসংযোগ কার্যক্রমে লিফলেট বিতরণ নাসিরনগরে ব্রীজ নয়,যেন মরণ ফাঁদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম ফিলাপ ফি বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহ কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের উদোগে ঈদে মিলাদুন নবী উদযাপন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সকল প্রার্থীদের তালিকা  এনওয়াইপিডির ডেপুটি ইন্সপেক্টর পদোন্নতিতে কারাম চৌধুরীকে সংবর্ধনা জানিয়েছে “জীবন”

কাদের পরিকল্পনা বাস্তবায়নের জন‍্য আমাদের রাজনীতি অঙ্গনে এত হানাহানি ভাইয়ের শত্রু ভাই

অথই নূরুল আমিন
পাবলিশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫

অথই নূরুল আমিনঃ

আমরা কাদের স্বার্থে এই দোষীত রাজনীতি শুরু করেছি। ঘরে ঘরে বিবাদ করে চলেছি। প্রতিবেশির ক্ষতি করছি। বন্ধুকে বন্ধু হত‍্যা করছে। এই রাজনীতির নামের দোহাই দিয়ে একদল গণহারে চাদাবাজী করে চলেছে। আরেক দল ভূমি দস‍্যু হয়েছে। সারাদেশের রাজনীতি নিয়ে গবেষণা করলে দেখা যায়। প্রতিটা মানুষ যেন একজন আরেকজনের চরম শত্রুতায় পরিণত হয়েছে।

এখানে মানুষের কোনো পরিচয় কারো কাছে পাওয়া যাচ্ছে না। শতভাগ হিংস্র প্রানীর সকল চরিত্র এখানে ঠাই পেয়েছে। জনসভায় ভাষণে একদল আরেক দলকে একেবারে লেংটা করে কাপড় খুলে ইচ্ছে মত গালী গালাজ করা হচ্ছে। একদলের মিটিং মিছিলে আরেকদল বাধা দিচ্ছে।

এখানে খুন খারাপিও হচ্ছে প্রতিনিয়ত। এর মুল উদ্দেশ্য কি? রাজনীতি রাজনীতি করতে করতে আজকে সমগ্র দেশের সবাই নিরাপত্তাহীন হয়ে পরেছি। একদলের লোক অন‍্যদলের বা অন‍্য মতাদর্শের লোকেরে নির্মমভাবে হত‍্যা করা হচ্ছে। অনেক ক্ষেত্রে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। সুযোগ বুঝে একজন আরেকজনের নামে মিথ্যা ও কুৎসা রটনা করা হচ্ছে।

আরও পড়ুনঃ নাসিরনগরে পুলিশের কাছ থেকে হাতকড়া নিয়ে আসামীর পলায়ন , তিন পুলিশ আহত

রাজনীতি অঙ্গনে আজকে সবাই যেন সবার শত্রু হয়ে গেছে। এরকম বিষয়টি কি আদৌ উচিৎ? মানব জীবনের সকল আদর্শ সকল সৌন্দর্য এই রাজনীতি করে করে চলে গেছে । আজকে ঘরে ঘরে সবাই সবার দুশমন হয়ে গেছে। ভাইয়ের সাথে ভাইয়ের দন্দ লেগে আছে। এক প্রতিবেশি আরেক প্রতিবেশির ক্ষতিসাধন করছে।

দিনদিন আমাদের পঞ্চায়েত ব‍্যবস্থা হারিয়ে যাচ্ছে। একতা হারিয়ে যাচ্ছে। বন্ধুত্ব এবং বন্ধুত্বপূর্ণ আচরণ হারিয়ে যাচ্ছে। আমরা একজন প্রতিবেশির সাথে রাজনৈতিক উদ্দেশ্যে জঘন্যতম খারাপ আচরণ করে চলেছি। ধর মার কাট এরকম ঘটনায় জড়িয়ে পরছি। আমার প্রশ্ন হলো সমগ্র জাতির কাছে। এরকম কেন হলো। আসলে এই ধরনের নীতি আচরণের ফলে আমাদের মনের শান্তি গুলো বিনষ্ট হচ্ছে। আমরা দিনদিন অমানুষ হয়ে যাচ্ছি। এটা আমরা ভাবার সময় টুকু ও পাচ্ছি না।

অথই নূরুল আমিন
কবি কলামিস্ট ও রাষ্ট্র বিজ্ঞানী


এই বিভাগের আরও খবর