মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র রিপোটারঃ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ৩ নং ধনপুর ইউনিয়নের পূর্ব চড়গাও গ্রামে পারিবারিক কলহের জের ধরে বড় ভাই ফয়জু রহমান (৭০) ছুরিকাঘাতে আপন ছোট ভাই মজিবুর রহমান (৫৫) নিহত হয়েছে।
এ ঘটনায় ঘাতক ছোট ভাই মজিবুর রহমানকে (৫৫) আজ বৃহস্পতিবার সকালে পূর্ব চরগাঁও মসজিদের পাশে থেকে আটক করেছে বিশ্বম্ভরপুর থানা পুলিশ। বুধবার এশার নামাজের সময় পূর্ব চরগাও গ্রামের মসজিদে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান,গত কয়েকদিন ধরে উপজেলার ধনপুর ইউনিয়নে পৃব চরগাঁও এলাকায় বড় ভাই ফয়জু ও ছোট ভাই মজিবুরের মধ্যে পারিবারি কলহ চলছিল।
আরও পড়ুনঃ ভাইবোনছড়ায় ত্রিপুরা তরুণীকে গণধর্ষণ, আত্মহত্যার চেষ্টা
(১৬ জুলাই) বুধবার রাত এশার নামাজের সময় মসজিদের ভিতরে ডুকে নামাজের সালাম ফেরানোর সময় বাঁশ দিয়ে মাথায় আঘাত করে, সাথে সাথে ঢলে পড়ে যায়,পরবর্তীতে বিশ্বম্ভরপুর হাসপাতালে নিয়ে গেলে,কর্মরর্ত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেলে রেফার করে,সিলেট ওসমানী মেডিকেল চিকিৎসক রাতে মৃত্যু ঘোষনা করেন। লাশ ওসমানী মেডিকেল মর্গে।
এ ব্যাপারে বিশ্বম্ভরপুর থানার ওসি মোখলেছুর রহমান জানান,গত ১৬ জুলাই) বুধবার রাত এশার নামাজের সময় পূর্ব চরগাঁও মসজিদে বড় ভাই ছোট ভাইয়ের মাথার পিছতে আঘাত করে,এ ঘটনা ঘটে, বড় ভাই ফয়জুকে ১৭ জুলাই) বৃহস্পতিবার সকালে থানা পুলিশ তাকে আটক করেছে। নিহত ছোট ভাইয়ের লাশ ওসমানী মেডিকেলে হাসপাতাল মর্গে।