” ❤️❤️ন্যায় বিচার “❤️❤️
কলমে/ সাংবাদিক এম বাদল খন্দকার।
বিশেষ প্রতিনিধি( দৈনিক বাংলার সংবাদ)
ক্ষমতার দাপট দেখিয়ে এতোদিন
থেকেছো মানুষ থেকে দুরে,
দুনিয়ার সব কিছু ফেলে তোমায়
যেতে হবে অন্ধকার কবরে ।
সাদা কাপড় পরে তুমি
থাকবে শুয়ে কাঁদামাটির ঘরে,
যেখানে একা রবে তুমি
নিরবে অনন্তকাল ধরে ।
আরও পড়ুনঃ ঢাকায় জাতীয় সমাবেশ সফল করতে কুমিল্লায় জামায়াতের গণমিছিল
নিরাপত্তার নামে রেখেছেো
পিস্তল তোমার কোমরে,
দুনিয়ার তুমি ওমুক ছিলে
বলবে কি ফেরেস্তারে ?
কিছুই করোনি তুমি জগতে
নিজের স্বার্থ ছাড়া,
কভু কোন মানুষের উপকার
হয়নি তোমার দ্বারা।
স্বার্থের লোভে কিছু মানুষ তোমায়
রেখেছে ভালোবাসায় ঘিরে,
ধনী গরীব তফাৎ বানিয়ে তুমি
দিয়েছো সমাজ ছারখার করে ।
আরও পড়ুনঃ লামায় সাবেক ইউপি সদস্যে পুত্র কর্তৃক এক অসহায় পরিবারের উপর হামলার অভিযোগ
জন্ম নিয়েছো গরিবের ঘরে –
সততা খুইয়েছো লোভের অনলে,
অপরাধ অন্যায়কে প্রশ্রয় দিলে-
একদিন সিংহাসন যাবে চলে।
যেতে হবে একদিন পৃথিবী ছেড়ে
সে কথা কি ভেবেছো অন্তরে!
ন্যায় বিচার পাবে তুমি জেনো
কেয়মতের দিন রোজ হাশরে ।