শনিবার, ১২ জুলাই ২০২৫, ১০:২১ অপরাহ্ন
শিরোনমঃ
এনসিপি ইনসাফের ভিত্তিতে দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র গড়তে চায় ময়মনসিংহে অবৈধ ব্যাটারি অটো তৈরির কারখানা, চুরির সংখ্যা বেড়েই চলেছে মিটফোর্ড এ  নৃশংসভাবে ইট দিয়ে হত্যার ঘটনায় ২ জন ও চট্টগ্রামে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে ১১ খন্ড করে গুম করার চেস্তার প্রধান আসামিকে গ্রেফতার সহ   সাংবাদিকদের সাথে র‍্যাবের মতবিনিময় আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমির উদ্দোগ্যে জোড়া খাসি প্রীতি ফুটবল টুর্নামেন্ট গাবতলীতে অনুষ্ঠিত *মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি:* *অগ্রগতি ও অন্তরায়* *জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লব: আইন, নীতি, নৈতিকতা এবং মূল্যবোধের আলোকে মনস্তাত্তিক এবং ভৌগোলিক বিশ্লেষণ* দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থানে কাগতিয়া মাদ্রাসা মিডফোর্ডে ব্যাবসায়ী হত্যার প্রতিবাদে ঢাকা -কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ববি’র শিক্ষার্থীরা অভিযানে গৌরবময় অবদান রাখায় প্রথমবারের মতো বাংলাদেশ কোস্ট গার্ড টাগ ‘বিসিজিটি প্রমত্ত’ এবং এর ক্রুদেরকে ‘প্রশংসাপত্র’ প্রদান করলো ‘আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (IMO যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ১৩৫৩ কর্মকর্তা ছাঁটাই সন্তান জন্ম দিতে এখনো আমেরিকায় আসছেন বাংলাদেশি দম্পতিরা গ্রিনকার্ডধারীদের যুক্তরাষ্ট্রে নিয়মিত থাকার প্রমাণ দেখাতে হবে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের বিতর্কিত আদেশ স্থগিত শিকাগো ম্যারাথন ও আয়রনম্যান নিউইয়র্কে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশি মিশু চাঁদপুরে খুতবা পছন্দ না হওয়ায় ইমামকে কুপিয়ে হত্যার চেষ্টা ! রাজনীতি, সন্ত্রাস ও নৈতিক পতন: একটি ভয়াবহ বাস্তবতা যেই লাউ সেই কদু *”যোগ্য বিচার চাই – মানবতা যেন হার না যায়!”* এডভোকেট এম হেলাল উদ্দিনের সংক্ষিপ্ত সফর: মেহেন্দিগঞ্জের মানুষের পাশে মানবিক নেতার একদিন মিটফোর্ড খুন- খুব শীঘ্রই সন্ত্রাসীদের দ্রুত বিচার আইনে শাস্তি দিতে হবে, নয়তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রদত্যাগ করার, দাবিতে গণআন্দোলন গড়ে তুলবো

শাশুড়িকে পিটিয়ে পালিয়ে গেল জামাই ও তার বন্ধুরা

সোহরাব হোসেন সাতক্ষীরা থেকে :-
পাবলিশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

সোহরাব হোসেন সাতক্ষীরা থেকে :-

সাতক্ষীরা সদরের বাঁশদহা ইউনিয়নের কাজীপাড়া গ্রামে শাশুড়ী আছিয়া খাতুনের মাথা ফাঁটিয়ে জখম করে পালিয়ে গেলেন জামাই আবুল খায়ের মিলন।এদিকে মারাত্মক আহতাবস্থায় আছিয়া খাতুনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেছেন পরিবারের সদস্যরা।

সোমবার(৭ জুলাই) দুপুরে ওই ঘটনা ঘটে।সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন কাজীপাড়া গ্রামের আকিমুদ্দীনের স্ত্রী আছিয়া খাতুন বলেন, ‘সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের হাজিপুর গ্রামের মৃত. আব্দুল খালেক গাজীর ছেলের সাথে আমার মেয়ে আয়েশা খাতুনকে বিয়ে দেই। তাদের ঘরে এখন দুই সন্তান।

আমার জামাই আবুল খায়ের মিলন সাতক্ষীরা শহরের বাজার কোলকাতার নিচের ফ্লোরে এলজি শোরুমে এসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কর্মরত। বিয়ের ১ মাস পর থেকে জামাই আমার মেয়েকে বিভিন্ন অজুহাতে নির্যাতন করা শুরু করে। তবে সেটি আমাদের কাছ থেকে লুকিয়ে সন্তানদের ভবিষ্যতের দিকে তাকিয়ে মেয়ে সংসার করতে থাকে।

তবে তিন মাস আগে দুই সন্তানসহ আমার মেয়ে আয়েশা খাতুন মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দেন জামাই মিলন। এরপর থেকে ৪ বছরের ছেলে ও ৮ বছরের মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে থাকতো মেয়ে আয়েশা খাতুন।

সোমবার(৭ জুলাই) সকালে জামাই কয়েকজন লোক নিয়ে আমাদের এলাকা থেকে তার ৮ বছরের মেয়েকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর সে দুপুরে আমাদের বাড়িতে হঠাৎ প্রবেশ করে এবং ঘরে ঢুকে মেয়েকে মারপিট করে ছোট ছেলেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

আরও পড়ুনঃ বোদায় চার ছাত্রদল নেতাকে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, পুর্নবহালের দাবি

এসময় আমি দরজার সামনে দাঁড়িয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে আমার জামাই ধারালো অস্ত্র দিয়ে হঠাৎ আমার মাথায় আঘাত করে। আমি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে আমার জামাই দ্রুত পালিয়ে যায়। পরে আমার পরিবারের সদস্যরা আমাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।’

স্থানীয় মেম্বর আজিজার রহমান মাকা বলেন, ‘আয়েশা খাতুনকে প্রায়ই নির্যাতন করতো তার স্বামী। বিষয়টি নিয়ে একাধিকবার শালিস হয়েছে। তবে স্থায়ী কোন সমাধান হয়নি। হঠাৎ সোমবার জামাই মিলন শ্বশুর বাড়িতে এসে শাশুড়ী আছিয়া খাতুনের মাথায় আঘাত করে জখম করে পালিয়ে যায়।

তবে অভিযুক্ত জামাই আবুল খায়ের মিলন বলেন, শ্বশুর বাড়িতে ধস্তাধস্তির এক পর্যায়ে আমি শাশুড়িকে ধাক্কা দিলে তিনি পড়ে যান। এসময় দেয়ালে লেগে তার মাথা ফেঁটে যায়।

সাতক্ষীরা থানার ওসি শামিনুল হক দৈনিক বাংলার সংবাদকে বলেন, ওই ঘটনায় আহতের ছেলে আজিজুল হক বাদী হয়ে তিন জনকে আসামী করে থানায় একটি মামলা করেছেন। মামলার আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।


এই বিভাগের আরও খবর