শনিবার, ১২ জুলাই ২০২৫, ১০:১৭ অপরাহ্ন
শিরোনমঃ
এনসিপি ইনসাফের ভিত্তিতে দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র গড়তে চায় ময়মনসিংহে অবৈধ ব্যাটারি অটো তৈরির কারখানা, চুরির সংখ্যা বেড়েই চলেছে মিটফোর্ড এ  নৃশংসভাবে ইট দিয়ে হত্যার ঘটনায় ২ জন ও চট্টগ্রামে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে ১১ খন্ড করে গুম করার চেস্তার প্রধান আসামিকে গ্রেফতার সহ   সাংবাদিকদের সাথে র‍্যাবের মতবিনিময় আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমির উদ্দোগ্যে জোড়া খাসি প্রীতি ফুটবল টুর্নামেন্ট গাবতলীতে অনুষ্ঠিত *মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি:* *অগ্রগতি ও অন্তরায়* *জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লব: আইন, নীতি, নৈতিকতা এবং মূল্যবোধের আলোকে মনস্তাত্তিক এবং ভৌগোলিক বিশ্লেষণ* দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থানে কাগতিয়া মাদ্রাসা মিডফোর্ডে ব্যাবসায়ী হত্যার প্রতিবাদে ঢাকা -কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ববি’র শিক্ষার্থীরা অভিযানে গৌরবময় অবদান রাখায় প্রথমবারের মতো বাংলাদেশ কোস্ট গার্ড টাগ ‘বিসিজিটি প্রমত্ত’ এবং এর ক্রুদেরকে ‘প্রশংসাপত্র’ প্রদান করলো ‘আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (IMO যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ১৩৫৩ কর্মকর্তা ছাঁটাই সন্তান জন্ম দিতে এখনো আমেরিকায় আসছেন বাংলাদেশি দম্পতিরা গ্রিনকার্ডধারীদের যুক্তরাষ্ট্রে নিয়মিত থাকার প্রমাণ দেখাতে হবে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের বিতর্কিত আদেশ স্থগিত শিকাগো ম্যারাথন ও আয়রনম্যান নিউইয়র্কে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশি মিশু চাঁদপুরে খুতবা পছন্দ না হওয়ায় ইমামকে কুপিয়ে হত্যার চেষ্টা ! রাজনীতি, সন্ত্রাস ও নৈতিক পতন: একটি ভয়াবহ বাস্তবতা যেই লাউ সেই কদু *”যোগ্য বিচার চাই – মানবতা যেন হার না যায়!”* এডভোকেট এম হেলাল উদ্দিনের সংক্ষিপ্ত সফর: মেহেন্দিগঞ্জের মানুষের পাশে মানবিক নেতার একদিন মিটফোর্ড খুন- খুব শীঘ্রই সন্ত্রাসীদের দ্রুত বিচার আইনে শাস্তি দিতে হবে, নয়তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রদত্যাগ করার, দাবিতে গণআন্দোলন গড়ে তুলবো

জুলাইয়ের ষড়যন্ত্র ও দেশ ধ্বংসের অপতৎপরতার রুখে দিতে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচী

নিজস্ব প্রতিবেদকঃ
পাবলিশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

বিগত বছরের জুলাইয়ে শিক্ষার্থীদের আন্দোলনে আড়ালে দেশবিরোধী ও স্বাধীনতাবিরোধী উগ্র-সাম্প্রদায়িক জঙ্গিগোষ্ঠী দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনা, আদর্শ ও স্বাধীনতার মূল্যবোধের কক্ষপথ থেকে চ্যুত করার অপতৎপরতা চালায়।

বিদেশি শক্তির সহায়তায় সুগভীর নীলনকশার মাধ্যমে তারা জনগণের একটা অংশকে বিভ্রান্ত করতে সফল হয়। ফলে এই দেশবিরোধী অপশক্তি উগ্র-জঙ্গিবাদী ও চিহ্নিত সন্ত্রাসীদের সহায়তায় জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে জোরপূর্বক দেশত্যাগে বাধ্য করে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পবিত্র সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখল করে। ফ্যাসিস্ট ইউনূসের নেতৃত্বে অবৈধ দখলদাররা সারা দেশে মবের রাজত্ব কায়েম করে।

আরও পড়ুনঃ লিও নুরুল মোস্তফা রাহাত’কে সভাপতি ও লিও আফজল হোসাইন’কে সেক্রেটারি — লিও ক্লাব অব চিটাগাং ইউনাইটেড স্টারস এর ২০২৫-২০২৬ইং সেবাবর্ষের কমিটি গঠিত

যেটা অনেকে মবের মুল্লুক হিসেবে আখ্যায়িত করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে। মানুষের জানমালের ন্যূনতম নিরাপত্তা নেই। দেশের জনগণের নিরাপত্তা প্রদান তো দূরের কথা, বরং তাদের নাগরিক অধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হচ্ছে। জুলাই ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে আজ ধ্বংসের কিনারায় দেখে এই আন্দোলনে সম্পৃক্ত অনেকেই বুঝতে পেরেছে তারা প্রতারিত হয়েছে।

তারা স্বীকারোক্তিও দিয়েছে যে তারা ভুল করেছিল। গত বছরের জুলাই ছিল প্রতারণার মাস। অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস গংরা সেই ষড়যন্ত্র ও প্রতারণার বর্ষপূর্তি উপলক্ষে কিছু কর্মসূচি গ্রহণ করেছে। এ সকল কর্মসূচি জাতি ও রাষ্ট্র গঠনে কোনো ইতিবাচক ভূমিকা রাখবে না। বরং জাতিকে বিভক্তির দিকে ঠেলে দিচ্ছে।

তাদের এ সকল কর্মসূচি দেশ ধ্বংসের কর্মসূচি। বাংলাদেশ আওয়ামী লীগ জাতিকে বিভক্তির এবং দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার লক্ষে নিম্নোক্ত দিবসসমূহ পালন ও সেই অনুযায়ী বিভিন্ন উপযোগী কর্মসূচি পালনের জন্য দলের সকলের নেতাকর্মী ও দেশের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছে।

আরও পড়ুনঃ মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ধানতলিয়া দক্ষিণ শাখা’র কবরস্থান পরিষ্কার কর্মসূচী (১ম পর্ব) সম্পন্ন

দিবসসমূহ:-

১৬ জুলাই:
জঙ্গি-সন্ত্রাস-ষড়যন্ত্র ও ফ্যাসিস্ট দিবস

৫ আগস্ট:
গণতন্ত্র, ছাত্র-জনতা-পুলিশ হত্যা দিবস

৮ আগস্ট:
সংবিধান লঙ্ঘন ও কালো দিবস

মুক্তিযুদ্ধের আদর্শ এবং মানবিক-উদারনৈতিক-প্রগতিশীল চেতনার ভিত্তিতে দেশপ্রেমিক জনগণের ঐক্য গড়ে তোলা অতীব জরুরি। ত্রিশ লক্ষ শহিদের রক্তস্নাত আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে। সকলের ঐক্যবদ্ধ প্রয়াসে দেশবিরোধী এই অপশক্তির হাত থেকে বাংলাদেশকে আমরা রক্ষা করতে সক্ষম হব, ইনশাল্লাহ।

 


এই বিভাগের আরও খবর