শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনমঃ
ময়মনসিংহে অবৈধ ব্যাটারি অটো তৈরির কারখানা, চুরির সংখ্যা বেড়েই চলেছে মিটফোর্ড এ  নৃশংসভাবে ইট দিয়ে হত্যার ঘটনায় ২ জন ও চট্টগ্রামে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে ১১ খন্ড করে গুম করার চেস্তার প্রধান আসামিকে গ্রেফতার সহ   সাংবাদিকদের সাথে র‍্যাবের মতবিনিময় আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমির উদ্দোগ্যে জোড়া খাসি প্রীতি ফুটবল টুর্নামেন্ট গাবতলীতে অনুষ্ঠিত *মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি:* *অগ্রগতি ও অন্তরায়* *জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লব: আইন, নীতি, নৈতিকতা এবং মূল্যবোধের আলোকে মনস্তাত্তিক এবং ভৌগোলিক বিশ্লেষণ* দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থানে কাগতিয়া মাদ্রাসা মিডফোর্ডে ব্যাবসায়ী হত্যার প্রতিবাদে ঢাকা -কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ববি’র শিক্ষার্থীরা অভিযানে গৌরবময় অবদান রাখায় প্রথমবারের মতো বাংলাদেশ কোস্ট গার্ড টাগ ‘বিসিজিটি প্রমত্ত’ এবং এর ক্রুদেরকে ‘প্রশংসাপত্র’ প্রদান করলো ‘আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (IMO যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ১৩৫৩ কর্মকর্তা ছাঁটাই সন্তান জন্ম দিতে এখনো আমেরিকায় আসছেন বাংলাদেশি দম্পতিরা গ্রিনকার্ডধারীদের যুক্তরাষ্ট্রে নিয়মিত থাকার প্রমাণ দেখাতে হবে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের বিতর্কিত আদেশ স্থগিত শিকাগো ম্যারাথন ও আয়রনম্যান নিউইয়র্কে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশি মিশু চাঁদপুরে খুতবা পছন্দ না হওয়ায় ইমামকে কুপিয়ে হত্যার চেষ্টা ! রাজনীতি, সন্ত্রাস ও নৈতিক পতন: একটি ভয়াবহ বাস্তবতা যেই লাউ সেই কদু *”যোগ্য বিচার চাই – মানবতা যেন হার না যায়!”* এডভোকেট এম হেলাল উদ্দিনের সংক্ষিপ্ত সফর: মেহেন্দিগঞ্জের মানুষের পাশে মানবিক নেতার একদিন মিটফোর্ড খুন- খুব শীঘ্রই সন্ত্রাসীদের দ্রুত বিচার আইনে শাস্তি দিতে হবে, নয়তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রদত্যাগ করার, দাবিতে গণআন্দোলন গড়ে তুলবো কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন? খুব যত্ন করে দিন, যাতে কেউ টের না পায়!

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে বৃক্ষরোপণ কাজে ১০৫ জন শ্রমিক যাচ্ছেন, EB-3 এবং H-2A ক্যাটাগরিতে ভিসা অনুমোদন

নুরুল বশর : 
পাবলিশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫

নুরুল বশর :

বাংলাদেশের জন্য এক আনন্দের বার্তা নিয়ে এলো আন্তর্জাতিক সংস্থা “ওয়েদার এন্ড ক্লাইমেট চেইঞ্জ গ্রীন হাউস ইফেক্ট লিমিটেড”। জাতিসংঘ নিবন্ধিত এই প্রতিষ্ঠানটি জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় বৃক্ষরোপণ ও বাগান রক্ষণাবেক্ষণের জন্য বিশ্বের বিভিন্ন দেশে শ্রমিক পাঠিয়ে আসছে।

এই উদ্যোগের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে বাংলাদেশে প্রশিক্ষিত প্রায় ৩০০ জনের বেশি শ্রমিক প্রস্তুত করেছে, যাদের মধ্যে প্রথম দফায় ১০৫ জন শ্রমিককে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পাঠানো হচ্ছে।

বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে গঠিত এই শ্রমিক দলকে নিয়োগের জন্য ক্যালিফোর্নিয়া লেবার কমিশনের (DIR) সঙ্গে একটি চুক্তি সম্পাদিত হয়েছে। শ্রমিকদের ভিসার ক্যাটাগরি হচ্ছে “EB-3” এবং কর্মের উদ্দেশ্য “H-2A” – যা যুক্তরাষ্ট্রে কৃষিভিত্তিক মৌসুমি শ্রমিক হিসেবে বৈধভাবে কর্ম করার সুযোগ প্রদান করে।

২০২৪ সালের জুন মাসে ক্যালিফোর্নিয়ার তিনটি সিটিতে বৃক্ষরোপণের জন্য প্রথম দফার এই শ্রমিকচুক্তি স্বাক্ষরিত হয়। এরই ধারাবাহিকতায় বর্তমানে ১০৫ জন শ্রমিকের জন্য ভিসা ইস্যু করে প্রয়োজনীয় কাগজপত্র সহকারে ভিসা লেটার পাঠানো হয়েছে। তারা খুব শীঘ্রই ভিসা গ্রহণ করবেন।

আরও পড়ুনঃ গজারিয়ায় বাস ও ট্রাকের সংঘর্ষ,নিহত এক আহত একাধিক

প্রত্যাশা করা হচ্ছে, আগামী ২৫ থেকে ৩০ জুলাই ২০২৫ এর মধ্যে মার্কিন দূতাবাস থেকে এই শ্রমিকদের ভিসা প্রদান সম্পন্ন হবে।

এই মহৎ উদ্যোগে সহযোগিতা করছে জাতিসংঘের “ক্লাইমেট চেইঞ্জ” বিভাগ এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)। তারা পুরো প্রক্রিয়ায় কারিগরি ও নীতিগত সহায়তা দিয়ে যাচ্ছে।

“ওয়েদার এন্ড ক্লাইমেট চেইঞ্জ গ্রীন হাউস ইফেক্ট লিমিটেড” এর চেয়ারম্যান নুর কামাল দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,

“বাংলাদেশ সরকারের সর্বাত্মক সহযোগিতা এবং শ্রমিকদের আন্তরিক প্রচেষ্টায় আজ এই সফলতা অর্জিত হয়েছে। ভবিষ্যতেও বাংলাদেশ থেকে আরও দক্ষ জনশক্তিকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করে তুলতে আমরা বদ্ধপরিকর।”

এই উদ্যোগ শুধু আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে না, একইসঙ্গে দেশের যুবশক্তির জন্য কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির এক নতুন দিগন্তও উন্মোচন করবে।


এই বিভাগের আরও খবর