নুরুল বশর :
বাংলাদেশের জন্য এক আনন্দের বার্তা নিয়ে এলো আন্তর্জাতিক সংস্থা "ওয়েদার এন্ড ক্লাইমেট চেইঞ্জ গ্রীন হাউস ইফেক্ট লিমিটেড"। জাতিসংঘ নিবন্ধিত এই প্রতিষ্ঠানটি জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় বৃক্ষরোপণ ও বাগান রক্ষণাবেক্ষণের জন্য বিশ্বের বিভিন্ন দেশে শ্রমিক পাঠিয়ে আসছে।
এই উদ্যোগের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে বাংলাদেশে প্রশিক্ষিত প্রায় ৩০০ জনের বেশি শ্রমিক প্রস্তুত করেছে, যাদের মধ্যে প্রথম দফায় ১০৫ জন শ্রমিককে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পাঠানো হচ্ছে।
বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে গঠিত এই শ্রমিক দলকে নিয়োগের জন্য ক্যালিফোর্নিয়া লেবার কমিশনের (DIR) সঙ্গে একটি চুক্তি সম্পাদিত হয়েছে। শ্রমিকদের ভিসার ক্যাটাগরি হচ্ছে "EB-3" এবং কর্মের উদ্দেশ্য "H-2A" – যা যুক্তরাষ্ট্রে কৃষিভিত্তিক মৌসুমি শ্রমিক হিসেবে বৈধভাবে কর্ম করার সুযোগ প্রদান করে।
২০২৪ সালের জুন মাসে ক্যালিফোর্নিয়ার তিনটি সিটিতে বৃক্ষরোপণের জন্য প্রথম দফার এই শ্রমিকচুক্তি স্বাক্ষরিত হয়। এরই ধারাবাহিকতায় বর্তমানে ১০৫ জন শ্রমিকের জন্য ভিসা ইস্যু করে প্রয়োজনীয় কাগজপত্র সহকারে ভিসা লেটার পাঠানো হয়েছে। তারা খুব শীঘ্রই ভিসা গ্রহণ করবেন।
আরও পড়ুনঃ গজারিয়ায় বাস ও ট্রাকের সংঘর্ষ,নিহত এক আহত একাধিক
প্রত্যাশা করা হচ্ছে, আগামী ২৫ থেকে ৩০ জুলাই ২০২৫ এর মধ্যে মার্কিন দূতাবাস থেকে এই শ্রমিকদের ভিসা প্রদান সম্পন্ন হবে।
এই মহৎ উদ্যোগে সহযোগিতা করছে জাতিসংঘের "ক্লাইমেট চেইঞ্জ" বিভাগ এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)। তারা পুরো প্রক্রিয়ায় কারিগরি ও নীতিগত সহায়তা দিয়ে যাচ্ছে।
"ওয়েদার এন্ড ক্লাইমেট চেইঞ্জ গ্রীন হাউস ইফেক্ট লিমিটেড" এর চেয়ারম্যান নুর কামাল দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,
“বাংলাদেশ সরকারের সর্বাত্মক সহযোগিতা এবং শ্রমিকদের আন্তরিক প্রচেষ্টায় আজ এই সফলতা অর্জিত হয়েছে। ভবিষ্যতেও বাংলাদেশ থেকে আরও দক্ষ জনশক্তিকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করে তুলতে আমরা বদ্ধপরিকর।”
এই উদ্যোগ শুধু আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে না, একইসঙ্গে দেশের যুবশক্তির জন্য কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির এক নতুন দিগন্তও উন্মোচন করবে।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.