স ম জিয়াউর রহমান , চট্টগ্রাম থেকে :
মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, রাউজান উপজেলা “ক” জোনের সমন্বয়কারীদের উদ্যোগে “ক” জোনের ১১ টি শাখা কমিটি নিয়ে আগামী ১১ জুলাই শুক্রবার মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদের ঘোষিত কর্মসূচির আওতায় রাউজানে সাংগঠনিক সংলাপ ২০২৫ উপলক্ষে প্রস্তুতি সভা ও
নবনিযুক্ত সাংগঠনিক সমন্বয়কারীদের পরিচিতি সভা ০৪ জুলাই শুক্রবার বিকাল ০৪ টায় রাউজান হলদিয়া স্কুল অ্যান্ড কলেজ হলে অনুষ্ঠিত হয়,রাউজান উপজেলা “ক” জোনের সমন্বয়ক মাষ্টার আনিস উল খান বাবর সভাপতিত্বে বক্তব্য রাখেন মুহাম্মদ সাদিকুজ্জামান শফি, রাউজান উপজেলা ‘ক’ জোনের সমন্বয়ক , মুহাম্মদ মামুন মিয়া, মাওলানা মোহাম্মদ মহিম উদ্দীন।
আরও পড়ুনঃ অবৈধ অকটেনসহ পাচারকারী আটক করেছে কোস্ট গার্ড!
সভায় আগামী ১১ জুলাই সাংগঠনিক সংলাপে অংশগ্রহণ করার জন্য এবং শাখার সকল প্রতিবেদন উপস্থাপন করার জন্য সকল শাখা কমিটিকে অনুরোধ জানানো হয় এবং সংলাপ সফল করার জন্য সকলের সহযোগীতা কামনা করা হয়, শাখার সাংগঠনিক অসম্পূর্ণ রেজুলেশন, আয়/ ব্যয় খাতা, বায়াত খাতা, সাধারণ সদস্য খাতা, পরিপূর্ণ করার জন্য বিশেষ তাগিদ দেওয়া হয়।