বিশেষ প্রতিনিধি,ঢাকা :
বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে ধারাবাহিক প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে খিলক্ষেত থানায় লিফলেট বিতরণ করেছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান।
রবিবার বিকেলে খিলক্ষেত থানার রেলওয়ে জামে মসজিদ থেকে শুরু করে বিভিন্ন এলাকায় তিনি নেতাকর্মীদের নিয়ে এ লিফলেট বিতরণ করেন। জনগণের সঙ্গে সরাসরি কথা বলেন এবং বিএনপির রাষ্ট্র সংস্কারভিত্তিক ৩১ দফা রূপরেখা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
৩১ দফা লিফলেট প্রচারণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ন আহবায়ক এবি এম এ রাজ্জার,খিলক্ষেত থানা বিএনপির আহবায়ক এস এম ফজলুল হক,যুগ্ন আহবায়ক সিএম আনোয়ার হোসেন,বিমানবন্দর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দেলু, উত্তরা পূর্ব থানা বিএনপি’র যুগ্ন আহবায়ক
মনিরুজ্জামান মনির, উত্তরা পশ্চিম থানা বিএনপি’র যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন শিশির,তুরাগ থানা বিএনপির আহ্বায়ক হারুনুর রশিদ খোকা, যুগ্ম আহ্বায়ক চাননিয়া বেপারি,সাবেক সিনিয়র যুগ্ন সাধারন সস্পাদক আবু তাহের খান আবুল ও আহবায়ক সদস্য আব্দুল আলী,৫৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আরও পড়ুনঃ নিষিদ্ধ পিরাহনা মাছ বিক্রির দায়ে জরিমানা
এ সময় স্থানীয় নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। মোস্তফা জামান বলেন, “এই ৩১ দফা আমার ব্যক্তিগত রাজনৈতিক এজেন্ডা নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র, সুশাসন ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার একটি রূপরেখা।
তিনি আরও বলেন, দেশে চলমান অগণতান্ত্রিক শাসনের অবসান এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতেই বিএনপি এই রাষ্ট্র মেরামতের কর্মসূচি গ্রহণ করেছে। আমরা ঘরে ঘরে এই বার্তা পৌঁছে দেবো।
প্রচারণা চলাকালে উপস্থিত ছিলেন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ নানা পর্যায়ের নেতাকর্মীরা।