বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন হাওদা বিলের কাকরাইদ অংশে অভিযান চালিয়ে ৪০ টি চায়না জাল জব্দ করে ধংস করেছে মধুপুর উপজেলা প্রশাসন।
রবিবার (২৯ জুন) মধুপুর উপজেলার হাওদা বিলের কাকরাইদ অংশে অভিযান চালিয়ে এ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়।
এই নিষিদ্ধ চায়না জাল বা চায়না দুয়ারী , যা রিং জাল বা চায়না চাঁই নামেও পরিচিত এ জাল হচ্ছে মাছ ধরার একটি বিশেষ ফাঁদ। এই জাল এত সূক্ষ্ম যে ছোট ছোট জাতের মাছ, এমনকি মাছের ডিমও অনেক সময় উঠে আসে।
আরও পড়ুনঃ গড়িব নতুন বিশ্ব-মো: হারুনুর রশিদ ভূঁইয়া
এ মাছ ধরার মরনফাঁদে দেশীয় মাছ এবং অন্যান্য জলজ প্রাণী যেমন কাঁকড়া, কুঁচিয়া, ব্যাঙ ইত্যাদি বিলীন হয়ে যাচ্ছে।দেশীয় মাছ রক্ষায় এ হাওদা বিলে অভিযান চালিয়ে ৪০টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।
পরবর্তীতে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা মৎস্য অফিসের আয়োজনে এ অভিযান পরিচালনা করেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। সহযোগিতায় ছিলেন এসআই হেলাল ও মধুপুর থানা পুলিশের একটি দল।
জনস্বার্থে এ ধরনের অভিযান ধারাবাহিক ভাবে চলবে বলে জানান এ উপজেলা প্রশাসক।