শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনমঃ
এনসিপি ইনসাফের ভিত্তিতে দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র গড়তে চায় ময়মনসিংহে অবৈধ ব্যাটারি অটো তৈরির কারখানা, চুরির সংখ্যা বেড়েই চলেছে মিটফোর্ড এ  নৃশংসভাবে ইট দিয়ে হত্যার ঘটনায় ২ জন ও চট্টগ্রামে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে ১১ খন্ড করে গুম করার চেস্তার প্রধান আসামিকে গ্রেফতার সহ   সাংবাদিকদের সাথে র‍্যাবের মতবিনিময় আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমির উদ্দোগ্যে জোড়া খাসি প্রীতি ফুটবল টুর্নামেন্ট গাবতলীতে অনুষ্ঠিত *মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি:* *অগ্রগতি ও অন্তরায়* *জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লব: আইন, নীতি, নৈতিকতা এবং মূল্যবোধের আলোকে মনস্তাত্তিক এবং ভৌগোলিক বিশ্লেষণ* দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থানে কাগতিয়া মাদ্রাসা মিডফোর্ডে ব্যাবসায়ী হত্যার প্রতিবাদে ঢাকা -কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ববি’র শিক্ষার্থীরা অভিযানে গৌরবময় অবদান রাখায় প্রথমবারের মতো বাংলাদেশ কোস্ট গার্ড টাগ ‘বিসিজিটি প্রমত্ত’ এবং এর ক্রুদেরকে ‘প্রশংসাপত্র’ প্রদান করলো ‘আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (IMO যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ১৩৫৩ কর্মকর্তা ছাঁটাই সন্তান জন্ম দিতে এখনো আমেরিকায় আসছেন বাংলাদেশি দম্পতিরা গ্রিনকার্ডধারীদের যুক্তরাষ্ট্রে নিয়মিত থাকার প্রমাণ দেখাতে হবে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের বিতর্কিত আদেশ স্থগিত শিকাগো ম্যারাথন ও আয়রনম্যান নিউইয়র্কে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশি মিশু চাঁদপুরে খুতবা পছন্দ না হওয়ায় ইমামকে কুপিয়ে হত্যার চেষ্টা ! রাজনীতি, সন্ত্রাস ও নৈতিক পতন: একটি ভয়াবহ বাস্তবতা যেই লাউ সেই কদু *”যোগ্য বিচার চাই – মানবতা যেন হার না যায়!”* এডভোকেট এম হেলাল উদ্দিনের সংক্ষিপ্ত সফর: মেহেন্দিগঞ্জের মানুষের পাশে মানবিক নেতার একদিন মিটফোর্ড খুন- খুব শীঘ্রই সন্ত্রাসীদের দ্রুত বিচার আইনে শাস্তি দিতে হবে, নয়তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রদত্যাগ করার, দাবিতে গণআন্দোলন গড়ে তুলবো

ষোলআনী সৌরবিদ্যুৎকেন্দ্র জমি অধিগ্রহণেই পার ৯ বছর

রিপোর্টার নাম
পাবলিশ: বুধবার, ২৫ জুন, ২০২৫
ষোলআনী সৌরবিদ্যুৎকেন্দ্র জমি অধিগ্রহণেই পার ৯ বছর

মোঃ দুলাল সরকার মুন্সিগঞ্জ জেল প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের ষোলআনী এলাকায় ২০১৬ সালে ৬৫ মেগাওয়াটের একটি সৌরবিদ্যুৎকেন্দ্র এবং ৬০০ মেগাওয়াটের একটি এলএনজিভিত্তিক কম্বাইন্ড সাইকেল স্থাপনের উদ্যোগ নেয় সরকার।

অবশ্য চাহিদা না থাকায় ৬০০ মেগাওয়াটের কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত পরবর্তী সময়ে সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়। ৬৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্রটি ২০২৫ সালের জুনে চালু হওয়ার কথা থাকলেও এখনও শুরুই করা যায়নি নির্মাণকাজ।

প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, অর্থের জোগান নিশ্চিত না হওয়ায় এতদিনেও কাজ শুরু করা যায়নি। তবে বিদেশি একটি উন্নয়ন সংস্থা প্রকল্পটিতে অর্থায়ন করেছে। তাই দ্রুতই নির্মাণকাজ শুরু হবে।

এ বিষয়ে জানার জন্য যোগাযোগ করা হলে রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের (আরপিসিএল) নির্বাহী পরিচালক প্রকৌশলী মো. সেলিম ভূঁইয়া বলেন, প্রয়োজনীয় ফান্ড না পাওয়ায় আমরা কাজ শুরু করতে পারিনি।

তবে আশার কথা হচ্ছে, অনিশ্চয়তার মেঘ কেটে গেছে। প্রকল্পটি বাস্তবায়নে কেএফডব্লিউ ৪২ মিলিয়ন ইউরো ঋণ সহায়তা দিচ্ছে। স্বল্প সুদে পাওয়া এই ঋণ দীর্ঘমেয়াদি কিস্তিতে পরিশোধ করা হবে। বাকি টাকা দেবে সরকার।

আরপিসিএলের নির্বাহী পরিচালক প্রকৌশলী মো. সেলিম ভূঁইয়া আরও বলেন, সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ জমি পাওয়া। আমাদের জমি রেডি রয়েছে। দ্রুতই আমরা সেখানে নির্মাণকাজ শুরু করতে পারব।

২০২৮ সালে আমাদের বিদ্যুৎকেন্দ্রটি চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে নির্ধারিত সময়ের অনেক আগেই বিদ্যুৎকেন্দ্রটির কাজ শেষ করার ব্যাপারে আশাবাদী আমরা।

খোঁজ নিয়ে জানা যায়, গজারিয়া উপজেলার ষোলআনী ও দৌলতপুর মৌজায় ২০১৬ সালে প্রথমে ৩৫০ মেগাওয়াটের কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয় সরকার। সে লক্ষ্যে এখানে প্রায় আড়াইশ একর জমি অধিগ্রহণ করা হয়। কিন্তু পরিবেশ রক্ষার দাবিতে স্থানীয়দের আন্দোলনের মুখে সেই পরিকল্পনা থেকে সরে আসে সরকার। পরিবর্তে একই জায়গায় ৬০০ মেগাওয়াটের একটি এলএনজিভিত্তিক কম্বাইন্ড সাইকেল ও ৬৫ মেগাওয়াটের একটি পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়।

তবে চাহিদা না থাকায় ৬০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র নির্মাণকাজ ২০৩০ সাল পর্যন্ত স্থগিত করে আরপিসিএল। অন্যদিকে সৌরবিদ্যুৎকেন্দ্রটির নির্মাণকাজ ২০২৩ সালে শুরু হয়ে ২০২৫ সালের জুনে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এখন পর্যন্ত কাজই শুরু হয়নি।

রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল) সূত্রে জানা যায়, ৬০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণকাজ আপাতত বন্ধ রয়েছে। তবে ৬৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্রটি নিয়ে ২০২২ সাল থেকে কাজ করছে আরপিসিএল। ২০২৩ সালে ডিপিপি প্রণয়ন করা হয়েছে।

২০২৫ সালের জুনে বিদ্যুৎকেন্দ্রটি চালু করার কথা থাকলেও বিভিন্ন জটিলতায় এখন পর্যন্ত নির্মাণকাজই শুরু করা যায়নি। এদিকে বিভিন্ন জটিলতার পর প্রকল্পটিতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে জার্মানির বিনিয়োগ ও উন্নয়ন ব্যাংক কেএফডব্লিউ। দ্রুতই প্রকল্পটির নির্মাণকাজ শুরু হবে যা ২০২৮ সালের মধ্যে শেষ হবে বলে জানানো হয়েছে আরপিসিএলের পক্ষ থেকে।

আরও পড়ুনঃ বোচাগঞ্জে রহস্যজনক মৃত্যু: পুকুরে পাওয়া গেল যুবকের মরদেহ, মোটরসাইকেল নিখোঁজ

মঙ্গলবার সকালে সরেজমিন বিদ্যুৎকেন্দ্রের জন্য নির্ধারিত জায়গায় দেখা যায়, মাটি ভরাট এবং ভূমি উন্নয়নের যাবতীয় কাজ শেষ করেছে রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল)। প্রকল্পটি নদীর তীরে হওয়ায় নদীভাঙন প্রতিরোধে ফেলা হয়েছে কংক্রিট ব্লক।

প্রকল্প এলাকায় সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের জন্য একটি ৩৩/১১ কেভি উপকেন্দ্র (সাবস্টেশন) নির্মাণের কাজও শেষ হয়েছে। তবে জমি অধিগ্রহণের ৯ বছর পার হলেও বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য সেখানে কোনো অবকাঠামো নির্মাণকাজ চোখে পড়েনি।

প্রকল্প এলাকায় ঘুরতে আসা নুরুল হক বলেন, আমরা মাঝেমধ্যে এখানে ঘুরতে আসি। মেঘনা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা এই জায়গাটি ষোলআনী সৈকত নামে পরিচিতি পেয়েছে। প্রতিদিন অসংখ্য মানুষ এখানে বেড়াতে আসে। অনেক দিন ধরে শুনছি এখানে বিদ্যুৎকেন্দ্র হবে। তবে শুধু একটি বিদ্যুৎ সাবস্টেশন ছাড়া এখানে আর কিছুই তৈরি করা হয়নি।

কথা হয় স্থানীয় বাসিন্দা শাহ আলীর সঙ্গে। এ সময় তিনি বলেন, স্থানীয় লোকজনের কাছে এ জায়গাটি এখন ষোলআনী প্রজেক্ট নামে পরিচিত। শুনেছিলাম এখানে একটি বিদ্যুৎকেন্দ্র হবে। কিছু লোক বলেছিল প্রকল্প এলাকার একপাশে একটি সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে। কিন্তু আমরা সে রকম কিছুই দেখতে পাচ্ছি না।


এই বিভাগের আরও খবর