শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনমঃ
বসুন্ধরা টিস্যু পেপার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডঃ  বগুড়ার গাবতলীতে বসতবাড়ি ভাঙচুর, নারী আহত – আদালতে মামলা মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে এসডিএফ’র স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত নেত্রকোনা জেলা জজ কোর্টে আইন ছাত্র ফোরাম পরিচিতি সবা অনুষ্ঠিত হয় ময়মনসিংহে বিটিভির নতুন কুঁড়ি-২০২৫ প্রচার কৌশল সভা অনুষ্ঠিত গাবতলীতে সাংবাদিকদের সাথে জামায়াত এমপি প্রার্থী গোলাম রব্বানীর মতবিনিময় নোয়াখালী বিএনপির আহবায়ক আলো ও সদস্য সচিব আজাদ এর বিরুদ্ধে মিছিল সেনবাগে বিএনপির বিজয় মিছিলে হামলা, যৌথ বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ ৩১ দফা বিতরণ করতে রৌমারীতে রাজিবপুর উপজেলার বি এন পির আহ্বায়ক অধ্যাপক মোঃ মোখলেসুর রহমান বদলগাছীতে সরকারি রাস্তার প্রবেশ মুখে বাঁশের বেড়া, চরম ভোগান্তিতে এলাকাবাসী মনের আশা পূরণ করি- এম এ রউফ ২১ হাজার টাকার ফেনসিডিল ও মোটর সাইকেলসহ আটক ১ বদলগাছী বিনিময় সম্পত্তি জবরদখলের হুমকি অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে ! চাঁপাইনবাবগঞ্জে গোলাম জাকারিয়ার গণসংযোগ কার্যক্রমে লিফলেট বিতরণ নাসিরনগরে ব্রীজ নয়,যেন মরণ ফাঁদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম ফিলাপ ফি বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহ কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের উদোগে ঈদে মিলাদুন নবী উদযাপন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সকল প্রার্থীদের তালিকা  এনওয়াইপিডির ডেপুটি ইন্সপেক্টর পদোন্নতিতে কারাম চৌধুরীকে সংবর্ধনা জানিয়েছে “জীবন”

পেটিকাবদ্ধ ও স্মৃতিচারন সভায় বক্তারা- মানবিক বৌদ্ধ ভিক্ষু ধর্মানন্দের জীবন ছিল খুবই সাধারন

রিপোর্টার নাম
পাবলিশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
পেটিকাবদ্ধ ও স্মৃতিচারন সভায় বক্তারা- মানবিক বৌদ্ধ ভিক্ষু ধর্মানন্দের জীবন ছিল খুবই সাধারন

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধিঃ

রাউজান উপজেলার ১২নং উরকিরচর ইউনিয়নের পূর্বআবুরখীল তালুকদার পাড়ার শান্তিময় বিহারের উপাসক প্রয়াত যতীন্দ্র লাল বড়ুয়ার পুত্র সংঘপিতা প্রয়াত প্রিয়দর্শী বড়ুয়া ও সংঘমাতা দেবী রানী বড়ুয়া’র কনিষ্টপুত্র এবং পূর্বআবুরখীল তালুকদার পাড়া শান্তিময় বিহারের নবরূপকার, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার কৃতি সাংঘিক ভিক্ষু

ব্যক্তিত্ব, কর্মবীর প্রয়াত প্রজ্ঞানন্দ মহাথের র প্রাণপ্রতিম শিষ্য, রাউজান কেউটিয়া খামারবাড়ি সার্বজনীন ধর্মদূত বিহারের অধ্যক্ষ রত্নসুহৃদ ধর্মানন্দ মহাথের’র পেটিকাবদ্ধ, অষ্টপরিস্কারসহ সংঘদান ও স্মৃতিচারণ সভা গতকাল ২৩ জুন সার্বজনীন ধর্মদুত বিহারে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথের’র সভাপতিত্বে ও বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার অর্থ সম্পাদক সংঘনিধি সুমঙ্গল থের’র সঞ্চালনায় প্রধান অতিথির আসন গ্রহন করেন বাংলাদেশে বৌদ্ধ ভিক্ষু মহাসভার ২৯তম সংঘনায়ক অধ্যাপক ড. বনশ্রী মহাথেরপ্রধান জ্ঞাতী হিসেবে উপস্থিতি ছিলেন ধর্মসেনাপতি অভয়ানন্দ মহাথের।

উদ্বোধক হিসেবে উপস্থিতি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ উপসংঘনায়ক শাসনতিলক সদ্ধর্মজ্যোতি শিক্ষাবিদ সুনন্দ মহাথের । মুখ্য আলোচক হিসেবে উপস্থিতি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব প্রজ্ঞাবারিধি অধ্যাপক সুমেধানন্দ মহাথের ।

উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখার সভাপতি মৈত্রীবারিধি পরমানন্দ মহাথের, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যুগ্ম সাধারণ সম্পাদক ড. প্রিয়দর্শী মহাথের, সাংগঠনিক সম্পাদক ভদন্ত সংঘানন্দ মহাথের, উপদেষ্টা সংঘবন্ধু দেবানন্দ মহাথের, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা যুব’র সাধারণ সম্পাদক কর্মবীর করুনাশ্রী মহাথের, আবুরখীল জেতবন বিহারের অধ্যক্ষ ও বাংলাদেশ বৌদ্ধ

ভিক্ষু মহাসভার শিক্ষা ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক সংঘসুহৃদ ধর্মপ্রিয় মহাথের, শাসনসারথী তিসসানন্দ মহাথের, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহকারী অর্থ সচিব ভদন্ত দেবমিত্র থের , সদ্ধর্মসারথি সুমনবংশ মহাথের ,বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার তরুন সাংঘিক ব্যাক্তিত্ব ভদন্ত করুনা প্রিয় থের, ভদন্ত মেত্তানন্দ থের প্রমুখ ভিক্ষুসংঘ । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাবু বিমল বড়ুয়া ।

আরও পড়ুনঃ মধুপুরের এক মাদক ব্যবসায়ীর ১৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড

এতে স্মৃতিচারণ মুলক বক্তব্য রাখেন পূর্ব আবুরখীল তালুকদার পাড়া শান্তিময় বিহার পরিচালনা কমিটির সভাপতি রুপতি রঞ্জন বড়ুয়া, রাউজান প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক রতন বড়ুয়া, শান্তিময় বিহার পরিচালনা কমিটির সাবেক অর্থ সম্পাদক রাজু বড়ুয়া, বর্তমান অর্থ সম্পাদক কমল বড়ুয়া বাবুল, ডাক্তার উদয়ন বড়ুয়া বাপ্পি, ডাক্তার কিরণ বড়ুয়া,স্বজন কুমার বড়ুয়া, পংকজ চৌধুরী, দীপংকরশ্রী বড়ুয়া, বিনন্দ বড়ুয়া, শিক্ষক দীপন কান্তি বড়ুয়া, শিক্ষক তাপস বড়ুয়া, ব্যাংকার রতন বড়ুয়া প্রমুখসহ বিশিষ্টজন।

পঞ্চশীল প্রার্থনা করেন রাউজান কেউটিয়া খামার বাড়ি সার্বজনীন ধর্মদূত বিহারের সভাপতি বাবু বাবুল বড়ুয়া।

উল্লেখ্য, গত ১৮ জুন এই মহান বৌদ্ধ সন্যাসী ধর্মানন্দ মহাথের মৃত্যুবরন করেন এবং আগামী ৪ জুলাই ২০২৫ শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হবে ।


এই বিভাগের আরও খবর