আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
যোগদানের মাত্র ১৯ দিনের মাথায় প্রত্যাহার করা হলো ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেনকে। সোমবার (২৩ জুন ২০২৫) সন্ধ্যায় ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া স্বাক্ষরিত এক আদেশে তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়।
চলতি বছরের ৪ জুন তিনি কোতোয়ালি থানায় দায়িত্ব গ্রহণ করেছিলেন। কিন্তু প্রশাসনিক কারণে তাকে সরিয়ে ময়মনসিংহ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। একই আদেশে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেনকে জামালপুর পুলিশ লাইন্স এবং রিজার্ভ অফিসের এসআই মো. জাহাঙ্গীর আলমকে নেত্রকোণা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
আরও পড়ুনঃ নিউইয়র্ক সিটির মেয়র প্রাইমারি আজ ২৪ জুন || সব জরিপেই এগিয়ে কোমো
প্রত্যাহার সংক্রান্ত আদেশে উল্লেখ করা হয়, “কর্তব্যকর্মে অবহেলা, কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য এবং অসদাচরণের দায়ে” প্রশাসনিক সিদ্ধান্তে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. আবু বকর সিদ্দীক।
এ নিয়ে এলাকায় নানা গুঞ্জন ও আলোচনা তৈরি হয়েছে। পুলিশের অভ্যন্তরে শৃঙ্খলা ও দায়িত্ব পালনের ক্ষেত্রে কঠোর বার্তা হিসেবে দেখা হচ্ছে এই পদক্ষেপকে।