সাংবাদিক মোহাম্মদ আলম ঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, “বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে আর পছন্দ করে না। আওয়ামী লীগের যেসব নেতাকর্মী দুর্নীতিতে জড়িত ছিলেন, তারা এখন বিএনপিতে যোগ দেওয়ার চেষ্টা করছে, যা আমরা কোনোভাবেই বরদাশত করবো না।”
তিনি আরও বলেন, “বিএনপিতে কোনো দুর্নীতিবাজের স্থান নেই। যারা অতীতে আওয়ামী লীগে থেকে দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল এবং এখন বিএনপিতে ঢুকতে চায়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুনঃ মামলা থাকলে শপথ নেওয়ার সুযোগ নেই — সাংবাদিক মোহাম্মদ আলম
একই সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মী যদি আওয়ামী লীগের দুর্নীতিবাজ নেতাদের সঙ্গে ছবি তোলে কিংবা কোনোভাবে যোগাযোগ রাখে, তাদের বিরুদ্ধেও দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে দল থেকে বহিষ্কার করা হবে।”
তারেক রহমান জোর দিয়ে বলেন, “বিএনপি একটি আদর্শিক দল। আমাদের লক্ষ্য দেশকে দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক পথে পরিচালিত করা। এজন্য দলের শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে।”