গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) একটি বিশেষ অভিযানে কুখ্যাত গাঁজা ব্যবসায়ী কামাল ফখরা (৪৫) গ্রেফতার হয়েছে।
গতকাল ১৫ জুন ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে গাইবান্ধা সদর উপজেলার এক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ গাঁজা উদ্ধার করা হয় বলে অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন।
আরও পড়ুনঃ পাঁচবিবিতে বস্তায় লুকানো বিষ্ণু মূর্তি উদ্ধার, দুই পাচারকারী র্যাবের হাতে আটক
অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধা কার্যালয়ের পরিদর্শক (নাম উল্লেখ করতে পারেন)। অভিযানের সময় অন্য কোনো সহযোগী গ্রেফতার হয়নি, তবে এ ঘটনায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
ডিএনসি’র পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।