গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ১৩ নং শ্রীপুর ইউনিয়নের শখের বাজার এলাকা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি ট্রাক সোনারপাড়া নামক স্থানে দুর্ঘটনার শিকার হয়। জানা যায়, ট্রাকটি কয়েকজন যাত্রী নিয়ে রওনা হওয়ার পর সোনারপাড়ায় পৌঁছে একটি গাছের সাথে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারায় এবং উল্টে পাশের পুকুরে পড়ে যায়।
আরও পড়ুনঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা, এর অভিযানে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার-০১
খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই একটি শিশু নিহত হয়। এছাড়াও বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে সজোরে ধাক্কা খায়, ফলে ট্রাকটি পুকুরে পড়ে যায়। দুর্ঘটনার কারণ জানতে পুলিশ ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে।