এম বাদল খন্দকার ( বিশেষ প্রতিনিধি)ঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের পাকশিমুলে জায়গা নিয়ে বিরোধের জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল বাজারে এ ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পাকশিমুল বাজারের একটি জায়গা নিয়ে পাকশিমুল গ্রামের বড় পাড়ার সাধুর গোষ্ঠীর নূরে আলমের সঙ্গে বড় বাড়ি গোষ্ঠীর মোহাম্মদ রউফ মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই জেরে বৃহস্পতিবার দুপুরে উভয় গোষ্ঠীর বিপুল সংখ্যক সমর্থক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আরও পড়ুনঃ মাঠ পর্যায়ে পুলিশের কাছে ভারি মারণাস্ত্র থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জায়গা নিয়ে বিরোধের জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল বাজারে এ ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পাকশিমুল বাজারের একটি জায়গা নিয়ে পাকশিমুল গ্রামের বড় পাড়ার সাধুর গোষ্ঠীর নূরে আলমের সঙ্গে বড় বাড়ি গোষ্ঠীর মোহাম্মদ রউফ মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই জেরে বৃহস্পতিবার দুপুরে উভয় গোষ্ঠীর বিপুল সংখ্যক সমর্থক টেটা-বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রায় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে ব্যাপক ধাওয়া-পালটা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। তারা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল হাসান জানান, জমি নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জনকে আটক করা হয়েছে। জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ দায়িত্ব পালন করছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
পরে সেনাবাহিনীর একটি দল সেখানে পৌছানোর আগেই আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।