শাহাদত হোসেন, রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি:
দায়িত্বের অবহেলার কারনে রৌমারী থানার ২রিমান্ডের আসামীকে আপ্যায়ন করার কারনে এএসআই হাবিবুর রহমানকে কুড়িগ্রাম পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে এবং আরেকজন এসআই আব্দুল আওয়ালকে ঢুষমারা থানায় বদলি করা হয়েছে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ভার:) নন্দনাল চৌধুরী জানান, গত বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলা পুলিশ সুপারের নির্দেশে এএসআই হাবিবুর রহমানকে ঢাকা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
অপর একজন আব্দুল আওয়াল নামের এসআইকে ঢুষমারা থানায় বদলি করা হয়েছে।
পুুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৭ মে) রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের আলগার চর গ্রাম থেকে মাদকসম্ধসঢ়;্রাট আনোয়ার হোসেনর (৪৯) ও মানিক মিয়া (২৯) নামের পিতা-পুত্রকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
এসময় পুলিশ স্থানীয়দের তোপের মুখে পড়লে পুলিশ নিজের নিরাপত্তাজনিত ও
জীবনরক্ষার্থে আট রাউন্ড গুলি ছুড়েন। এ ঘটনায় পিতা ও পুত্রের বিরুদ্ধে রৌমারী থানায় একাধিক মামলা দিয়ে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করনে এবং ৫ দিনের রিমান্ড চেয়ে কোর্টে আবেদন করেন পুলিশ।
আবেদনের প্রেক্ষিতে গত বৃহস্পতিবার পিতা ও পুত্রকে একদিনের রিমান্ড মুঞ্জুর করে আদালত। তাদেরকে আনার জন্য রৌমারী থানার এএসআই হাবিবুর রহমানসহ
দুই কনস্টেবল যান এবং জেল গেটে আসামীকে বুঝিয়ে নেয়। পরে এএসআই হাবিবুর রহমান কুড়িগ্রাম থেকে আসামী নিয়ে নিজে না এসে কনস্টেবল এর মাধ্যমে আসামী দুইজনকে রৌমারী থানায় পাঠিয়ে দেন।
বিষয়টি পুলিশ সুপারকে অবগত করা হলে তাকে ক্লোজড করা হয়। অপরদিকে থানায় রিমান্ডকৃত আসামীদেরকে রহস্যজনক কারণে জামাই আদর করার অপরাধে এসআই আব্দুল আওয়ালকে বদলি করা হয়েছে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ভার:) নন্দনাল চৌধুরী বিষয়টি নিশ্চত করে বলেন, উদ্ধর্তন কর্তৃপক্ষের নিদের্শে একজনকে ক্লোজড ও আরেকজনকে বদলি করা হয়েছে।