মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে আপন চাচা ও চাচাতো ভাইয়ের দায়ের এলোপাতাড়ি কোপে দুই বোন সামিমা সুলতানা শারমিন আক্তার (৩২) ও মিম সুলতানা মাসুমা (২৭) নিহত হয়েছেন। ঘটনায় গুরুতর আহত হয়েছেন মা হাজেরা বেগমও (৫৪)।
মঙ্গলবার (৩ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর কাঁঠাল কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের বড় বোন আরমিন আক্তার বলেন, ‘আমরা ৬ বোন, আমাদের কোনো ভাই নেই। বাবা কয়েক মাস আগে দুই বার ব্রেইন স্টোক করেছেন। আমার ছোট দুই বোন মিলে জমি চাষ করে সংসার চালায়। বাবার অসুস্থতার সুযোগে চাচা মাসুক আলি আমাদের কৃষি জমি একাধিকবার দখল নেয়ার চেষ্টা করেন।’
তিনি আরো জানান, মঙ্গলবার বিকেলে প্রতিদিনের মতো ছোট বোন শারমিন ও মাসুমা জমিতে কাজ করতে গেলে চাচা মাসুক আলী, তার ছেলে বাবু আহমেদ ও স্ত্রী রায়না বেগম কোনো কিছু না বলেই পেছন থেকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে শারমিন ও মাসুমাকে নৃশংসভাবে হত্যা করে। তাদের কোপে শারমিনের দু’হাতের কবজি ও মাসুমার এক হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় মা তাদের বাঁচাতে গেলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে তারা।
এদিকে গুরুতর আহত হাজিরা বেগমকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তার অবস্থা আশঙ্কাজনক জানিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠায় কর্তব্যরত চিকিৎসক।
দু’জনের হত্যার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে অবস্থান করছি। ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।’