রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনমঃ
এনসিপি ইনসাফের ভিত্তিতে দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র গড়তে চায় ময়মনসিংহে অবৈধ ব্যাটারি অটো তৈরির কারখানা, চুরির সংখ্যা বেড়েই চলেছে মিটফোর্ড এ  নৃশংসভাবে ইট দিয়ে হত্যার ঘটনায় ২ জন ও চট্টগ্রামে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে ১১ খন্ড করে গুম করার চেস্তার প্রধান আসামিকে গ্রেফতার সহ   সাংবাদিকদের সাথে র‍্যাবের মতবিনিময় আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমির উদ্দোগ্যে জোড়া খাসি প্রীতি ফুটবল টুর্নামেন্ট গাবতলীতে অনুষ্ঠিত *মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি:* *অগ্রগতি ও অন্তরায়* *জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লব: আইন, নীতি, নৈতিকতা এবং মূল্যবোধের আলোকে মনস্তাত্তিক এবং ভৌগোলিক বিশ্লেষণ* দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থানে কাগতিয়া মাদ্রাসা মিডফোর্ডে ব্যাবসায়ী হত্যার প্রতিবাদে ঢাকা -কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ববি’র শিক্ষার্থীরা অভিযানে গৌরবময় অবদান রাখায় প্রথমবারের মতো বাংলাদেশ কোস্ট গার্ড টাগ ‘বিসিজিটি প্রমত্ত’ এবং এর ক্রুদেরকে ‘প্রশংসাপত্র’ প্রদান করলো ‘আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (IMO যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ১৩৫৩ কর্মকর্তা ছাঁটাই সন্তান জন্ম দিতে এখনো আমেরিকায় আসছেন বাংলাদেশি দম্পতিরা গ্রিনকার্ডধারীদের যুক্তরাষ্ট্রে নিয়মিত থাকার প্রমাণ দেখাতে হবে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের বিতর্কিত আদেশ স্থগিত শিকাগো ম্যারাথন ও আয়রনম্যান নিউইয়র্কে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশি মিশু চাঁদপুরে খুতবা পছন্দ না হওয়ায় ইমামকে কুপিয়ে হত্যার চেষ্টা ! রাজনীতি, সন্ত্রাস ও নৈতিক পতন: একটি ভয়াবহ বাস্তবতা যেই লাউ সেই কদু *”যোগ্য বিচার চাই – মানবতা যেন হার না যায়!”* এডভোকেট এম হেলাল উদ্দিনের সংক্ষিপ্ত সফর: মেহেন্দিগঞ্জের মানুষের পাশে মানবিক নেতার একদিন মিটফোর্ড খুন- খুব শীঘ্রই সন্ত্রাসীদের দ্রুত বিচার আইনে শাস্তি দিতে হবে, নয়তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রদত্যাগ করার, দাবিতে গণআন্দোলন গড়ে তুলবো

কেন্দুয়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস ও কোম্পানির কূটকৌশল উন্মোচনের ডাক

রিপোর্টার নাম
পাবলিশ: সোমবার, ২ জুন, ২০২৫
কেন্দুয়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস ও কোম্পানির কূটকৌশল উন্মোচনের ডাক

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহঃ

“তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৫ পালিত হয়েছে। রোববার (১ জুন) উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি সম্পন্ন হয় ।

উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত পরিষদ মিলনায়তন হল রুমে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার এর সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নুরুজ্জামান।

বক্তব্য রাখেন- কেন্দুয়া প্রেস মিডিয়া ক্লাবের সভাপতি ও চারণ সাংবাদিক সমরেন্দ্র বিশ্ব শর্মা,অবসর প্রাপ্ত শিক্ষক মোঃ মহিউদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই সেলিম, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হারুন অর রশিদ ফারুকী,

জামায়াতের আমীর আবু সাদেক, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক কায়সার তালুকদার, জাতীয়তাবাদী যুবদল কেন্দুয়া পৌর শাখার সদস্য সচিব সাইফুল ইসলাম খান শান্তি, উপজেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান খান মহসিন, সাংবাদিক রুকন উদ্দিন।

বক্তারা তাদের আলোচনায় তামাকের স্বাস্থ্যঝুঁকি, তরুণ সমাজে এর প্রভাব এবং তা প্রতিরোধে সামাজিক ও প্রশাসনিক উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, উপজেলা প্রকৌশলী আল আমিন সরকার, সমবায় কর্মকর্তা কামরুজ্জামান চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা মোঃ ইউনুস রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তার, কেন্দুয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান,

জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক নুর নাহার আক্তার চায়না,কেন্দুয়া উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল হক ভূঞা, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আ. কদ্দুস খন্দকার লালচান, কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক,জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সিনিয়র সহ সভাপতি লুৎফুর রহমান হৃদয়,সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খান,

কেন্দুয়া প্রেসক্লাবের তথ্য ও গবেষণা সম্পাদক নাট্যকার রাখাল বিশ্বাস,সাংবাদিক মজিবুর রহমান,শাহ্ আলী তৌফিক রিপন, সাংবাদিক কূহিনুর আলম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব জাকারুল ইসলাম,কেন্দুয়া প্রেস মিডিয়া ক্লাবের সাংগঠনিক সম্পাদক লিলি প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার বলেন, তামাকের ভয়াবহতা থেকে জনসাধারণকে রক্ষায় শুধু জনসচেতনতা নয়। বরং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করাও জরুরি।

এই বিষয়ে প্রশাসন সর্বদা সক্রিয় ভূমিকা পালন করবে।
আলোচনার এক পর্যায়ে কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম ব্যক্তিগতভাবে জর্দা সেবন পরিত্যাগের ঘোষণা দিয়ে উপস্থিত সকলের মাঝে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেন।

তামাক সেবনে ফুসফুস ক্যান্সার, হৃদরোগ,স্ট্রোকসহ নানা মরণব্যাধির প্রসার ঘটে। প্রতি বছর বাংলাদেশে লক্ষাধিক মানুষ তামাকজনিত রোগে মারা যায়।পরোক্ষ ধূমপানও সমান বিপজ্জনক, যা শিশু ও নারীদের জন্য বিশেষভাবে ক্ষতিকর।


এই বিভাগের আরও খবর