স্টাফ রিপোর্টার, ময়মনসিংহঃ
"তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৫ পালিত হয়েছে। রোববার (১ জুন) উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি সম্পন্ন হয় ।
উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত পরিষদ মিলনায়তন হল রুমে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার এর সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নুরুজ্জামান।
বক্তব্য রাখেন- কেন্দুয়া প্রেস মিডিয়া ক্লাবের সভাপতি ও চারণ সাংবাদিক সমরেন্দ্র বিশ্ব শর্মা,অবসর প্রাপ্ত শিক্ষক মোঃ মহিউদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই সেলিম, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হারুন অর রশিদ ফারুকী,
জামায়াতের আমীর আবু সাদেক, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক কায়সার তালুকদার, জাতীয়তাবাদী যুবদল কেন্দুয়া পৌর শাখার সদস্য সচিব সাইফুল ইসলাম খান শান্তি, উপজেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান খান মহসিন, সাংবাদিক রুকন উদ্দিন।
বক্তারা তাদের আলোচনায় তামাকের স্বাস্থ্যঝুঁকি, তরুণ সমাজে এর প্রভাব এবং তা প্রতিরোধে সামাজিক ও প্রশাসনিক উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, উপজেলা প্রকৌশলী আল আমিন সরকার, সমবায় কর্মকর্তা কামরুজ্জামান চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা মোঃ ইউনুস রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তার, কেন্দুয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান,
জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক নুর নাহার আক্তার চায়না,কেন্দুয়া উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল হক ভূঞা, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আ. কদ্দুস খন্দকার লালচান, কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক,জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সিনিয়র সহ সভাপতি লুৎফুর রহমান হৃদয়,সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খান,
কেন্দুয়া প্রেসক্লাবের তথ্য ও গবেষণা সম্পাদক নাট্যকার রাখাল বিশ্বাস,সাংবাদিক মজিবুর রহমান,শাহ্ আলী তৌফিক রিপন, সাংবাদিক কূহিনুর আলম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব জাকারুল ইসলাম,কেন্দুয়া প্রেস মিডিয়া ক্লাবের সাংগঠনিক সম্পাদক লিলি প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার বলেন, তামাকের ভয়াবহতা থেকে জনসাধারণকে রক্ষায় শুধু জনসচেতনতা নয়। বরং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করাও জরুরি।
এই বিষয়ে প্রশাসন সর্বদা সক্রিয় ভূমিকা পালন করবে।
আলোচনার এক পর্যায়ে কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম ব্যক্তিগতভাবে জর্দা সেবন পরিত্যাগের ঘোষণা দিয়ে উপস্থিত সকলের মাঝে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেন।
তামাক সেবনে ফুসফুস ক্যান্সার, হৃদরোগ,স্ট্রোকসহ নানা মরণব্যাধির প্রসার ঘটে। প্রতি বছর বাংলাদেশে লক্ষাধিক মানুষ তামাকজনিত রোগে মারা যায়।পরোক্ষ ধূমপানও সমান বিপজ্জনক, যা শিশু ও নারীদের জন্য বিশেষভাবে ক্ষতিকর।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.