কোঠা বিরোধী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, আমাদের পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ১৬ তম ব্যাচের Anik Ahmed এর অংশগ্রহণের সময় সন্ত্রাসী হামলায় তার চোখের মধ্যে গুলি লেগে সে চিকিৎসাধীন আছে।তার সার্বিক অবস্থা ক্রিটিক্যাল।চক্ষু সার্জন যারা আছেন,তারা সিটি স্ক্যান করেও চোখের পিছনে যেখানে গুলি বিদ্ধ হয়ে আটকে আছে,সেই স্থানের C- section বুঝতে পারছেন না ডাক্তাররা।আপাতত ৪ টি স্যালাইন জাতীয় তরল মেডিসিন দেওয়া হচ্ছে।ডাক্তাররা বলছেন যে,এই তরল তার গুলির অবস্থান যদি সরাতে পরে তাহলে তার চোখের টিস্যু গুলো আবার রিকোভার করবে হয়তো,কিন্তু তারা শিয়র না।এমতাবস্থায় তার অপরেশন করা লাগতে পারে।কিন্তু সেই জন্য একজন চোখের ডাক্তার রিস্ক নিবেন না, তারা নিউরো সার্জনের কাছে নিয়ে যেতে বলেছেন।যদি অপারেশন বাংলাদেশে করানো সম্ভব না হয় তাহলে ইন্ডিয়া নিয়ে যেতে হতে পারে।সেই জন্য একটা ভারী অংকের টাকারও প্রয়োজন হবে হয়তো।যদি তার যথাযথ চিকিৎসা না করানো হয়,তাহলে সে সারাজীবন বাম চোখে দেখতে তো পাবেই না,বরং মাথার তীব্র যন্ত্রণা সহ্য করে বেঁচে থাকতে হবে।সে এখন হাঁটলেও মাথা খুব বেশি ঘুরছে।তাই তার সার্বিক অবস্থা এবং আগামী ভবিষ্যতের কথা চিন্তা করে,আমরা সবাই এগিয়ে আসবো যেকোনো প্রয়োজনে।আর্থিক অথবা যেকোনো ভাবে তাকে সাহায্য করবো আশা করি।এই জন্য সকল টেক এর সকল ব্যাচের কাছে সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিতে অনুরোধ করছি।
বিকাশ:- 01758-219586 (রিফাত_পিটেক’১৪)
নগদ:- 01758-219586 (রিফাত_পিটেক’১৪)
রকেট:- 01758-2195865 (রিফাত_পিটেক’১৪)