শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনমঃ
এনসিপি ইনসাফের ভিত্তিতে দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র গড়তে চায় ময়মনসিংহে অবৈধ ব্যাটারি অটো তৈরির কারখানা, চুরির সংখ্যা বেড়েই চলেছে মিটফোর্ড এ  নৃশংসভাবে ইট দিয়ে হত্যার ঘটনায় ২ জন ও চট্টগ্রামে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে ১১ খন্ড করে গুম করার চেস্তার প্রধান আসামিকে গ্রেফতার সহ   সাংবাদিকদের সাথে র‍্যাবের মতবিনিময় আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমির উদ্দোগ্যে জোড়া খাসি প্রীতি ফুটবল টুর্নামেন্ট গাবতলীতে অনুষ্ঠিত *মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি:* *অগ্রগতি ও অন্তরায়* *জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লব: আইন, নীতি, নৈতিকতা এবং মূল্যবোধের আলোকে মনস্তাত্তিক এবং ভৌগোলিক বিশ্লেষণ* দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থানে কাগতিয়া মাদ্রাসা মিডফোর্ডে ব্যাবসায়ী হত্যার প্রতিবাদে ঢাকা -কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ববি’র শিক্ষার্থীরা অভিযানে গৌরবময় অবদান রাখায় প্রথমবারের মতো বাংলাদেশ কোস্ট গার্ড টাগ ‘বিসিজিটি প্রমত্ত’ এবং এর ক্রুদেরকে ‘প্রশংসাপত্র’ প্রদান করলো ‘আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (IMO যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ১৩৫৩ কর্মকর্তা ছাঁটাই সন্তান জন্ম দিতে এখনো আমেরিকায় আসছেন বাংলাদেশি দম্পতিরা গ্রিনকার্ডধারীদের যুক্তরাষ্ট্রে নিয়মিত থাকার প্রমাণ দেখাতে হবে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের বিতর্কিত আদেশ স্থগিত শিকাগো ম্যারাথন ও আয়রনম্যান নিউইয়র্কে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশি মিশু চাঁদপুরে খুতবা পছন্দ না হওয়ায় ইমামকে কুপিয়ে হত্যার চেষ্টা ! রাজনীতি, সন্ত্রাস ও নৈতিক পতন: একটি ভয়াবহ বাস্তবতা যেই লাউ সেই কদু *”যোগ্য বিচার চাই – মানবতা যেন হার না যায়!”* এডভোকেট এম হেলাল উদ্দিনের সংক্ষিপ্ত সফর: মেহেন্দিগঞ্জের মানুষের পাশে মানবিক নেতার একদিন মিটফোর্ড খুন- খুব শীঘ্রই সন্ত্রাসীদের দ্রুত বিচার আইনে শাস্তি দিতে হবে, নয়তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রদত্যাগ করার, দাবিতে গণআন্দোলন গড়ে তুলবো

খুলনা সাতক্ষীরায় ধারালো অস্ত্র দিয়ে আপন ছোট ভাইকে, বড় ভাই ভাবি ও ভাইপো ভাইপোর বউ মিলে মেরে ফেলার চেষ্টা ‌‌:

রিপোর্টার নাম
পাবলিশ: বুধবার, ৫ জুন, ২০২৪

ব্যুরো চীফ সাতক্ষীরাঃ

গত ২৯/০৫/২০২৪ তারিখ বুধবার বেলা আনুমানিক ১০.০০ ঘটিকার সময় পৌরসভা ৭ নং ওয়ার্ডের ইটাগাছা মানিকতলায় ধারালো অস্ত্র দ্বারা ছোট ভাইকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে আপন বড় ভাই, ভাবি,ভাইপো,ও ভাইপোর স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে আশংঙ্খাজনক অবস্থায় সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে একই এলাকার আবু বক্বর সিদ্দিকীর ছোট ছেলে শাহজাহান আলী। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে মোঃ সাগর হোসেন বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় এজাহার দায়ের করেছেন।
মামলায় যাদের আসামী করা হয়েছে, ইটাগাছা মানিকতলার ১) মোঃ নাজিম হোসেন(৩৪), পিতা-মুনছুর আলী সরদার, ২) লুৎফান নেছা(৫০), স্বামী-মুনছুর আলী সরদার, ৩) আগুরা খাতুন (২০), স্বামী-মোঃ নাজিম হোসেন, ৪)মুনছুর আলী সরদার(৫৮), পিতা-আবু বক্কার সরদার,
এজহার সুত্রে জানা যাই, ২৯/০৫/২০২৪ তারিখ বুধবার বেলা আনুমানিক ১০.০০ ঘটিকার সময় ভ‚ক্ত ভোগী শাহজাহান আলীর চলাচলের পথে আসামীদের কাপড় টানানোর দড়ি থাকায় চলাচলের বিঘনো ঘটার কারনে শাহজাহান আলী দড়িটি সরানোর কথা বলিলে আসামীগন শাহজাহান আলীর উপর ক্ষিপ্ত হইয়া এবং পূর্ব শত্রুতার জের ধরিয়া হাতে ধারাল দা, বটি লোহার শ্যাবল ইত্যাদি সঙ্গে নিয়ে শাহজাহান আলীর বাড়ীর ভিতরে অনাধিকার প্রবেশ করে তার ছেলে বাড়িতে না থাকার সুবাধে আসামীগন শাহাজান আলী (বাবু) (৫০),কে একা পাইয়া অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকে। কথাকাটাকাটির এক পর্যায়ে আসামীরা শাহজাহান আলীর উপর ঝাপিয়ে পড়ে, এবং এলোপাতাড়ি কিলঘুষি . লোহার রড দিয়ে মারপিট করিয়া, শাহজাহান আলীর শরীরের বিভিন্ন স্থানে গুরত্বর নীলাফোলা ও রক্তাক্ত জখম করে। ২,৩ ও ৪নং আসামীর হুকুমে ১নং আসামী শাহজাহান আলীকে হত্যা করার উদ্দেশ্যে তাহার হাতে থাকা ধারালো দা দিয়ে শাহজাহান আলীর ঘাড়ে পিঠে ও বুকে কোপ মারিয়া গুরুত্বর কাটা রক্তাক্ত জখম করে। ২ ও ৩নং আসামী হত্যা করার উদ্দেশ্যে হাতে থাকা ধারালো বটি ও হেসু দিয়ে শাহজাহান আলীর শরীরের বিভিন্ন স্থানে কোপ মারিয়া গুরুত্বর – রক্তাক্ত জখম করে। ৩নং আসামী হত্যা করার উদ্দেশ্যে হাতে থাকা ধারাল হেসু দিয়ে শাহজাহান আলীর গলাই কোপ মারিতে গেলে শাহজাহান আলী ডান হাত দিয়ে ঠেকাইলে ডান হাতের আঙ্গুলে লাগিয়া গুরুত্বর কাটা রক্তাক্ত জখম করে। ৪নং আসামী হত্যা করার উদ্দেশ্যে তাহার হাতে থাকা লোহার রড দিয়ে শাহজাহান আলীর মাথায় সহ তার শরীরের বিভিন্ন স্থানে বেধড়োক মারপিট করিয়া গুরুত্বর নীলাফোলা ও রক্তাক্ত জখম করে। আসামীগনের জখম করার কারনে শাহজাহান আলীর শরীরের সর্ব মোট আনুমানিক ৩০ টি সেলাই যুক্ত। শাহজাহান আলীর ডাক চিৎকার করিলে আসামীগন শাহজাহান আলীকে ভয়ভীতি ও তার পরিবারবর্গদের প্রান নাশ করার হুমকি প্রদান ও বালিশের তলায় রক্ষিত ৬০,০০০/-(ষাট হাজার) টাকা নিয়ে ঘটনা স্থল ত্যাগ করে।


এই বিভাগের আরও খবর