মামুনুর রশীদঃ
১জুন বিকেলে ৪.৩০ টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুমিল্লা জেলা কমিটির উদ্যোগে কুমিল্লা টাউন হলের সামনে মানব বন্ধন, সমাবেশ ও পরে মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে ছাত্র ইউনিয়ন ও ক্ষেতমজুর সমিতি নিজ নিজ ব্যানার নিয় উপস্থিত থাকেন। সভায় সভাপতিত্ব করেন জেলাকমিটির সভাপতি কমরেড সুজাত আলী, সঞ্চলনা করেন সাধারণ সম্পাদক কমরেড অশোক কুমার দেব জয়, বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য কমরেড পরেশ কর, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড বিকাশ দেব, নারী নেত্রী কমরেড মনীষা চক্রবর্তী, কৃষক সমিতির সাধারণ সম্পাদক সুধাংশু নন্দী, ক্ষেতমজুর সমিতির সুফিয়াবেগম,যুবি ইউনিয়নের সাধারণ সম্পাদক জুনায়েদ রায়হান, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দিপ্ত দেবনাথ, যুবনেতা বিল্লাল হোসেন, সংহতি জানিয়ে বক্তব্য ঐক্য ন্যাপ নেতা বশির আহমেদ, খেলাঘর নেতাউত্তম বন্নি, শিক্ষক নেতা শান্তি ভূষন,ভূমিহীন সমিতির নেতা আব্দুল জব্বার প্রমুখ। বক্তারা বলেন, ‘যারা ইসরাইলের এসব অমানবিক, ফ্যাসিবাদী, নৃশংস হত্যাযজ্ঞেকে অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক পৃষ্ঠপোষকতা প্রদান করে যাচ্ছে আমরা সেই মার্কিন যুক্তরাষ্ট্র সহ তাদের দূষর দেশগুলোর ভূমিকার তীব্র নিন্দা জানাচ্ছি।অবিলম্বে গনহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি সংহতি প্রকাশ করছি।