মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় গ্রেফতার
৫ ডাকাতকে গতকাল সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ডাকাতি করে নিয়ে যাওয়া মালামালের মূল্য প্রায় ৯০ লক্ষ টাকা। দুর্ধর্ষ ডাকাতির ঘটনাটি
ঘটেছে শনিবার রাতে উপজেলার সিদ্দিকপুর গ্রামের যমুনা অটো রাইস মিলের বিপরীতে
অবস্থিত টান্সরিল লাইটিং লিমিটেডের নির্মাণাধীন বিদ্যুৎ সঞ্চালন লাইনের সাইট অফিসে।
এ ঘটনায় গ্রেফতার ডাকাত সদস্যরা হলো নাটোর জেলার বড় হরিশপুর গ্রামের মৃত আব্দুল
খালেকের ছেলে ইফতেখার মাহমুদ রাসেল, বগুড়া জেলার পুরানবগুড়ার শামসুল আলমের ছেলে লিটন,
টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার হাটুভাঙ্গা (গুড়াই) গ্রামের শহিদুল ইসলামের ছেলে অনিক
হাসান, ভোলার বোরহান উদ্দিন উপজেলার দেওলা গ্রামের মৃত রিপনের ছেলে আঃ খালেক ও মৃত আবুল
কালামের ছেলে উমর। এ ঘটনায় কোম্পানির সাইড ইনচার্জ গোলাম মোস্তফা বাদী হয়ে
শনিবার রাতে থানায় মামলা দায়ের করেন। মামলা ও স্থানীয় সূত্রে জানায়, শনিবার রাত সাড়ে ৮ টার
দিকে মহাদেবপুর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সিদ্দিকপুর (আখেড়ায়) টান্সরিল লাইটিং
লিমিটেডের নির্মাণাধীন বিদ্যুৎ সঞ্চালন লাইনের সাইট অফিসে দুইটি ট্রাক ও দুইটি
ক্রেন নিয়ে ৮ থেকে ১০ জন লোক অস্ত্রের মুখে কোম্পানীর নাইটগার্ডদের জিম্মি করে একটি
ট্রাকে দুইটি কন্ডাকটর ড্রাম এ্যালুমিনিয়াম তারসহ নিয়ে পালিয়ে যায়। ডাকাতদের নিয়ে
যাওয়া দুইটি কন্ডাকটর ড্রামের মূল্য ৯০ লক্ষ টাকা বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অপর ট্রাকে
একটি কন্ডাকটার ড্রাম তারসহ ট্রাকে উত্তোলন করাকালে স্থানীয় লোকজন ৫ ডাকাতকে আটক
করে থানা পুলিশে খবর দেয়। এ ব্যাপারে মাহাদেবপুর থানার ওসি মো. শহিন রেজা বলেন, খবর পেয়ে
ঘটনাস্থলে গিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক, ক্রেনসহ ৫ জন ডাকাতকে গ্রেফতার
করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ
করা হয়েছে।