শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৮:২৮ পূর্বাহ্ন
Headline :
বাংলাদেশ জোট মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সর্বজনীন জোটের চেয়ারম্যান মোঃ আবুল হাসেম ন্যাশনাল ইউনিটি কাউন্সিল(এনইউসি) এর মহাসচিব বিদ্যুৎ চন্দ্র বর্মনের বাণী: মানবতার মূর্ত প্রতীক: *অধ্যাপক ড. আলহাজ্ব মোঃ শরীফ আব্দুল্লাহ হিস সাকী শিক্ষাবিদ ও মানবতাবাদী এক অনন্য সমন্বয়* -ড. এ আর জাফরী বাংলাদেশ সর্বজনীন জোটে মূল চিন্তাশক্তি হিসেবে আবির্ভূত প্রধান উপদেষ্টা ফরহাদ মাজহার বগুড়া গাবতলী স্টেশনের রেলওয়ে কর্মচারীকে মারপিট করে আহত করে ২২ বছর পর ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় – দক্ষিণ এশিয়ার ফুটবলে নতুন সম্ভাবনার দিগন্তে বাংলাদেশ ময়মনসিংহে পলাতক আসামী গেপ্ততার করেছে র‍্যাব ১৪ যুক্তরাষ্ট্র ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১ বগুড়ার গাবতলী উপজেলার বিএনপিরভারপ্রাপ্তচেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল

‎জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়েই রচিত হবে নতুন বাংলাদেশ:  ভিপি নুর

Reporter Name / ১৭ Time View
Update : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫


‎কাজী মমিনুর রহমান , দিনাজপুর প্রতিনিধি: ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের রাষ্ট্র সংস্কার ও ফ্যাসিবাদী সরকারের পতনের মধ্য দিয়েই আজকের ‘নতুন বাংলাদেশ’ প্রতিষ্ঠিত হয়েছে। উল্লেখ করে গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর বলেছেন, “২০১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়েই আমাদের রাজনৈতিক যাত্রার সূচনা। সেই সময় থেকেই স্বৈরাচারী, কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে রাজপথে আন্দোলন-সংগ্রামে অসংখ্য তরুণ রক্তাক্ত হয়েছেন, কেউ কারাগারে গেছেন, কেউ প্রাণ দিয়েছেন। কিন্তু আমরা আপোষ করিনি—গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই থেকে এক ইঞ্চিও পিছু হটিনি।

‎শনিবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে ‘গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় নতুন বাংলাদেশ বিনির্মাণে’ শীর্ষক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নূর বলেন, “আজকে বিএনপি, জামায়াত, গণ অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজ নিজ কর্মসূচি পালন করছে—কাউকে বাধা দেওয়া হচ্ছে না, পুলিশ পাঠিয়ে কর্মসূচি বন্ধ করা হচ্ছে না। অথচ গত ১৬ বছর আমরা, বিএনপি কিংবা জামায়াত কেউই মুক্তভাবে রাজনৈতিক কর্মসূচি করতে পারিনি। যেখানে গিয়েছি, সেখানেই বাধা, দমননীতি ও নির্যাতনের মুখে পড়েছি। তাই আজকের এই সহনশীল রাজনৈতিক পরিবেশ একটি নতুন দৃষ্টান্ত, যা ভবিষ্যতেও বজায় থাকা জরুরি।”

‎তিনি আরও বলেন, “আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তার আগে জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কার ও পরিবর্তনের যে জনআকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, সেটিকে কেন্দ্র করে ‘জুলাই সনদ’ প্রণয়ন করা হয়েছে—যাতে দেশের সব রাজনৈতিক দল স্বাক্ষর করেছে। আমরা আশা করি, সরকার দ্রুত সেই সনদ বাস্তবায়নের রূপরেখা নির্ধারণ করবে, এবং গণভোটের মাধ্যমেই নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে।”

‎নূর জানান, জুলাই সনদ অনুযায়ী বর্তমান একক সংসদীয় ব্যবস্থার পরিবর্তে তিন কক্ষবিশিষ্ট সংসদ গঠন করা হবে। আসন্ন নির্বাচনে গণ অধিকার পরিষদ ‘ট্রাক’ প্রতীকে অংশ নেবে, যাতে জনগণের প্রতিনিধি হিসেবে তরুণ প্রার্থীরা জাতীয় নেতৃত্বে ভূমিকা রাখতে পারেন।

‎বেগম খালেদা জিয়ার সম্ভাব্য প্রার্থিতা প্রসঙ্গে তিনি বলেন, দিনাজপুরসহ বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়া সম্ভবত এই আসনে প্রার্থী হবেন। গণতন্ত্র পুনরুদ্ধারে তার আপোষহীন ভূমিকার প্রতি শ্রদ্ধা জানিয়ে গণ অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দল এই আসনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটি জাতীয় নেতৃত্বের প্রতি সম্মান প্রদর্শনের অংশ।

‎ভিপি নূর আরও বলেন, “জামায়াতের আমীর, ইসলামী আন্দোলনের পীর সাহেবসহ যারা রাষ্ট্র সংস্কার ও নতুন বাংলাদেশ বিনির্মাণের নেতৃত্ব দিচ্ছেন—তাদের সক্রিয় অংশগ্রহণেই আমরা চাই ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠুক।

‎গণ অধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. গোলাম আজমের সঞ্চালনায় অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান বক্তা ছিলেন গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান।

‎সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের উচ্চতর পরিষদ সদস্য কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম, উচ্চতর পরিষদের সদস্য হানিফ খান সজিব, সাংগঠনিক সম্পাদক মাসুদ মোন্নাফ, প্রচার ও প্রকাশনা সহসম্পাদক সোহাগ হোসেন এবং ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি মো. মামুনুর রশীদ মামুন।

‎গণসমাবেশে আরও উপস্থিত ছিলেন পেশাজীবী অধিকার পরিষদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. তোফায়েল আহমেদ দিহান, গণ অধিকার পরিষদের নেতা মো. শাহজাহান, হাজী মো. কামাল হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category