
কাজী মমিনুর রহমান , দিনাজপুর প্রতিনিধি: ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের রাষ্ট্র সংস্কার ও ফ্যাসিবাদী সরকারের পতনের মধ্য দিয়েই আজকের ‘নতুন বাংলাদেশ’ প্রতিষ্ঠিত হয়েছে। উল্লেখ করে গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর বলেছেন, “২০১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়েই আমাদের রাজনৈতিক যাত্রার সূচনা। সেই সময় থেকেই স্বৈরাচারী, কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে রাজপথে আন্দোলন-সংগ্রামে অসংখ্য তরুণ রক্তাক্ত হয়েছেন, কেউ কারাগারে গেছেন, কেউ প্রাণ দিয়েছেন। কিন্তু আমরা আপোষ করিনি—গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই থেকে এক ইঞ্চিও পিছু হটিনি।
শনিবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে ‘গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় নতুন বাংলাদেশ বিনির্মাণে’ শীর্ষক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নূর বলেন, “আজকে বিএনপি, জামায়াত, গণ অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজ নিজ কর্মসূচি পালন করছে—কাউকে বাধা দেওয়া হচ্ছে না, পুলিশ পাঠিয়ে কর্মসূচি বন্ধ করা হচ্ছে না। অথচ গত ১৬ বছর আমরা, বিএনপি কিংবা জামায়াত কেউই মুক্তভাবে রাজনৈতিক কর্মসূচি করতে পারিনি। যেখানে গিয়েছি, সেখানেই বাধা, দমননীতি ও নির্যাতনের মুখে পড়েছি। তাই আজকের এই সহনশীল রাজনৈতিক পরিবেশ একটি নতুন দৃষ্টান্ত, যা ভবিষ্যতেও বজায় থাকা জরুরি।”
তিনি আরও বলেন, “আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তার আগে জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কার ও পরিবর্তনের যে জনআকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, সেটিকে কেন্দ্র করে ‘জুলাই সনদ’ প্রণয়ন করা হয়েছে—যাতে দেশের সব রাজনৈতিক দল স্বাক্ষর করেছে। আমরা আশা করি, সরকার দ্রুত সেই সনদ বাস্তবায়নের রূপরেখা নির্ধারণ করবে, এবং গণভোটের মাধ্যমেই নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে।”
নূর জানান, জুলাই সনদ অনুযায়ী বর্তমান একক সংসদীয় ব্যবস্থার পরিবর্তে তিন কক্ষবিশিষ্ট সংসদ গঠন করা হবে। আসন্ন নির্বাচনে গণ অধিকার পরিষদ ‘ট্রাক’ প্রতীকে অংশ নেবে, যাতে জনগণের প্রতিনিধি হিসেবে তরুণ প্রার্থীরা জাতীয় নেতৃত্বে ভূমিকা রাখতে পারেন।
বেগম খালেদা জিয়ার সম্ভাব্য প্রার্থিতা প্রসঙ্গে তিনি বলেন, দিনাজপুরসহ বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়া সম্ভবত এই আসনে প্রার্থী হবেন। গণতন্ত্র পুনরুদ্ধারে তার আপোষহীন ভূমিকার প্রতি শ্রদ্ধা জানিয়ে গণ অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দল এই আসনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটি জাতীয় নেতৃত্বের প্রতি সম্মান প্রদর্শনের অংশ।
ভিপি নূর আরও বলেন, “জামায়াতের আমীর, ইসলামী আন্দোলনের পীর সাহেবসহ যারা রাষ্ট্র সংস্কার ও নতুন বাংলাদেশ বিনির্মাণের নেতৃত্ব দিচ্ছেন—তাদের সক্রিয় অংশগ্রহণেই আমরা চাই ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠুক।
গণ অধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. গোলাম আজমের সঞ্চালনায় অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান বক্তা ছিলেন গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের উচ্চতর পরিষদ সদস্য কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম, উচ্চতর পরিষদের সদস্য হানিফ খান সজিব, সাংগঠনিক সম্পাদক মাসুদ মোন্নাফ, প্রচার ও প্রকাশনা সহসম্পাদক সোহাগ হোসেন এবং ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি মো. মামুনুর রশীদ মামুন।
গণসমাবেশে আরও উপস্থিত ছিলেন পেশাজীবী অধিকার পরিষদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. তোফায়েল আহমেদ দিহান, গণ অধিকার পরিষদের নেতা মো. শাহজাহান, হাজী মো. কামাল হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.