গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধা সদর উপজেলার তুলশীঘাটে চলমান বাণিজ্য মেলায় লটারির মাধ্যমে জুয়া পরিচালনার অভিযোগে স্থানীয় এলাকাবাসী সড়ক অবরোধ করে প্রতিবাদ করেছেন। বুধবার (৫ নভেম্বর) দুপুরে তুলশীঘাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাণিজ্য মেলায় শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সের লোকজন লটারির নামে জুয়ায় অংশ নিচ্ছে। এতে একদিকে শিক্ষার্থীরা বিপথগামী হচ্ছে, অন্যদিকে পরিবারের আর্থিক ক্ষতি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দেয়।
অবরোধকারীরা বলেন, প্রশাসনের অনুমতি ছাড়া মেলায় লটারির নামে জুয়া চলছে। শিক্ষার্থী ও কিশোররা প্রতিনিয়ত সেখানে ভিড় করছে। দ্রুত এ ধরনের জুয়া বন্ধ না হলে তারা আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
এসময় বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষও অবরোধে অংশ নেন। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধের কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
খবর পেয়ে গাইবান্ধা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধকারীদের শান্ত করেন।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।