পটুয়াখালীর মির্জাগঞ্জের ঐতিহ্য হযরত ইয়ার উদ্দিন খলিফা (রাঃ) মাজার:
পটুয়াখালী থেকে: সুমন মালি।
সাড়ে আট একর জমি নিয়ে গড়ে উঠেছিল দেশের দক্ষিণাঞ্চলীয় পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় অবস্থিত মরহুম ইয়ার উদ্দীন খলিফা (র.)-এর মাজার। ধর্মীয় রীতিনীতি অনুকরণে অনন্য এই পুণ্যভূমি অনেক বিষয়েকে কেন্দ্র করে গড়ে উঠেছে।
এ দরবারে রয়েছে মসজিদ, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংসহ পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষার্থী তিন বেলা খাবার পায় মাজারের অর্থে। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, এতিমখানা, লিল্লাহ বোর্ডিং এবং মাজার কমিটির ৭২ জন কর্মকর্তা ও কর্মচারীর বেতন ভাতাও দেওয়া হয় মাজারের আয়ের অর্থ থেকে
ইয়ার উদ্দীন খলিফা (র.) একজন সজ্জন ও বিনয়ী মানুষ ছিলেন। তিনি সব মানুষকে অত্যন্ত বিশ্বাস করতেন। তাই তার দোকানের কোনো পণ্য তিনি পরিমাপ করে ক্রেতাদের দিতেন না। ক্রেতারাই পরিমাপ করে পণ্য নিয়ে দাম দিয়ে যেতেন। তবে ইয়ার উদ্দীন খলিফা কবে জন্মগ্রহণ করেন ও কবে মির্জাগঞ্জে আসেন এবং কবে মৃত্যুবরণ তা নির্দিষ্ট করে জানাতে পারেননি কেউই। তবে স্থানীয়দের ধারণা, ১৯২০ সালের দিকে ইয়ার উদ্দীন খলিফা (র.) মির্জাগঞ্জ আসেন এবং ১৯৩০ অথবা ১৯৩৫ সালে তিনি মৃত্যুবরণ করেন।