গজারিয়া মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
গজারিয়ায় অসহায় পরিবারের শিশু শাওনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন সামাজিক সংগঠন গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান ইঞ্জি:দিদার আলম ও গজারিয়া প্রেসক্লাব।
বুধবার( ২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন এর তেতৈতলা গ্রামের জটিল রোগে আক্রান্ত শাওনের পাশে গজারিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবী ইঞ্জি:দিদার আলম এর পক্ষ থেকে মেনিনগো কোকাল সেপটিসেমিয়া রোগে আক্রান্ত শাওনের বাবার হাতে নগদ অর্থ তুলে দেন গজারিয়া প্রেসক্লাবের সা:সম্পাদক
শেখ নজরুল ইসলাম,এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন জুয়েল, যুগ্ম সম্পাদক আজিজুল হক পার্থ, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক আলমগীর মিয়া, দপ্তর সম্পাদক আল আমিন, খাইরুল হাসান হৃদয় ও রাসেল সরকার প্রমুখ।
আরও পড়ুনঃ বান্দরবানে প্রবারণা পূর্ণিমা উৎসব উপলক্ষে মিনি ফুটবল টুর্নামেন্ট
এ সময় গজারিয়া প্রেসক্লাবের সা:সম্পাদক শেখ নজরুল ইসলাম বলেন,আমরা আত্ন মানবতার সেবায় নিয়োজিত থেকে সমাজের অবহেলিত জনগোষ্ঠীর জন্য কিছু করা। তবে আমাদের ব্যক্তিগত ফান্ড নেই , কিন্তু আমাদের ডাকে সাড়া দিয়ে বিশিষ্ট ব্যবসায়ী ও গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান ইঞ্জি:দিদার আলম অসহায় পরিবারের জন্য অনুদান পাঠিয়েছেন,আমরা তা অসহায় পরিবারটির হাতে পৌঁছে দিয়েছি।
উল্লেখ্য উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর তেতৈতলা গ্রামের শরীফ হোসেন এর ছেলে শাওন “মেনিনগো কোকাল সেপটিসেমিয়া”রোগে আক্রান্ত,যা ভাইরাস জনিত একটি কঠিন ,সংক্রমণ রোগ । এর সঠিক চিকিৎসা না হলে মৃত্যু ঝুঁকিও রয়েছে।