মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের গজারিয়ার সজিব(২৫) নামে এক যুবককে লাশ মিললো পাশ্ববর্তী সোনারগাঁও উপজেলায় প্রেমিকার ভাড়া বাসায়।
ঐ যুবকের বাড়ি গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের টেংগারচর গ্রামে,পিতা মৃত আলাউদ্দিন।প্রেমিকার নাম বিথী,পিতা বিল্লাল হোসেন,সে জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার ধারারচর গ্রামের বাসিন্দা,দীর্ঘদিন দিন যাবৎ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ভাড়া থাকতেন,ডিভোর্সি ও এক সন্তানের জননী ছিলেন,বিউটি পার্লারে কাজ করে জীবিকা নির্বাহ করতেন।
গতকাল মঙ্গলবার (২সেপ্টেম্বার) বিকাল ৪ঘটিকায় সোনারগাঁও উপজেলার হাবিবুরপুর এলাকার হারুনের ভাড়া বাসা থেকে ঐ যুবকে রহস্যজনক মৃত অবস্থায় পাওয়া গেছে বলে জানায় নিহতের মা রাশিদা বেগম।পরে বুধবার(৩আগষ্ট)ময়নাতদন্ত শেষে বিকাল ৬ঘটিকায় তাকে গজারিয়া উপজেলার টেংগারচর গ্রামে জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
আরও পড়ুনঃ গজারিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী দম্পতি আটক
জানা যায়,৫/৬ মাস পূর্বে বিউটিশিয়ান বিথীর সাথে সজিবের পরিচয় হয় তারপর পর থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ও পারিবারিক ভাবে বিয়ের কথাবার্তা চূড়ান্ত হয়।তারপর থেকেই প্রেমিক সজিব প্রেমিকা বিথার ভাড়া বাসায় যাতায়াত করতো ও রাত্রি যাপন করতো।
এ বিষয়ে সজিব এর পরিবারের দাবি প্রেমিকা বিথী পরিকল্পিত ভাবে হত্যা করেছে তাঁকে।