এম এ রউফ ঃ
কথা গুলি হাসি মুখে উড়িয়ে দিবেন না।
এই দেশে লোভী প্রতারক বাটপার রয়েছে লক্ষ লক্ষ মানুষ।
আমরা কিছু লোকজন দেশ প্রেমিক হয়ে দেশের চিন্তা করি। আমরা কেনন বার বার বলি লোভে পাপ পাপে মৃত্যু। এই সব মৃত্যু কে আমরা আমলে নিবো না।
দেশ স্বাধীন বাংলা দেশ পরিবর্তন আগেই হইতো।
আরও পড়ুনঃ গাইবান্ধায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কল্যাণ সভা অনুষ্ঠিত
কিছু অদ্ভুত অদক্ষ শিক্ষক মূর্খ শিক্ষক দারা নোংরা রাজনৈতিকের কারণে। দেশ ধ্বংসের পথে নিয়েছে।
যারা দেশ স্বাধীন করেছে রক্ত দিয়েছে। তাদের কে অসম্মান করা হয়েছে।
এই জাতি মূখে মূখে ইতিহাস পড়ে।
দুঃখের সইতে বলতে চাই।
সকল দেশপ্রেমিক ঐক্যবদ্ধ হতে হবে। এই দেশ বাঁচাতে হলে। এ ছাড়া কোন রাস্তা ঘাট নেই। দেশপ্রেমিক বিবৃত্তি দিতে হবে।
এখন কি করবেন সবার পরামর্শ দরকার।