কাতার প্রতিনিধিঃ
বসন্ত রোগী কাহারা।
ভাইরাসঘটিত সংক্রামক ছোঁয়াচে রোগ। দু’ধরনের বসন্তের মধ্যে একটি হলো গুটিবসন্ত যা ভ্যারিওলা ভাইরাস দ্বারা সংক্রমিত হতো এবং এটি অত্যন্ত মারাত্মক এক ব্যাধি ছিল।
আমদের দেশের কিছু বসন্ত রোগীর কারণে আমরা আক্রান্ত হতে পারি।
এই সব বসন্ত রোগীদেরকে ভালো ডাক্তার দিয়ে চিকিৎসা করাতে হবে।
গুটিবসন্তের সংক্রমণ বাংলাদেশ তথা সারা বিশ্ব থেকে নির্মূল করা সম্ভব হয়েছে যদিও এর স্থায়ী দাগ রয়েছে আমাদের দেশে। বহুলোকের মুখমন্ডলে এখনও দেখতে পাওয়া যায়। অন্যদিকে ভ্যারিসেলা ভাইরাস দ্বারা সংক্রমিত জলবসন্ত তুলনামূলকভাবে কম মারাত্মক এবং এটি এখনও বিদ্যমান রয়েছে।
আরও পড়ুনঃ যুবকদের প্রতি শহীদ ইমাম হাসান আল বান্নার ২০ টি উপদেশ:
তারা ধরা ছুয়ার বাহিরে। এই দেশ স্বাধীন বাংলা দেশ করতে হলে বসন্ত রোগীদেরকে চিকিৎসা করতে হবে।
গুটি চাল বসন্ত মারাত্মক ছোঁয়াচে রোগ। দেহে প্রথমে এক ধরনের গুটি বের হয় যা পরবর্তী সময়ে তিলে তিলে জাতী নষ্ট করবে। পর্যায়ের মাধ্যমে দেহে লক্ষণ প্রকাশ করে। সারা শরীরের ত্বকে এবং চোখে মারাত্মক ক্ষতের আবির্ভাব এই রোগের প্রধান উপসর্গ যা কখনও কখনও অন্ধত্বের কারণ ঘটায়।
গুটিবসন্তের মহামারি এই অঞ্চলে বিশেষ বিশেষ মৌসুমে দেখা যেত। এক সময়ে বাংলাদেশের অসংখ্য মানুষ এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। লোকে বলে কলেরা বসন্তে রোগী চিকিৎসকের করার দরকার আমরা মনে করি।
এরা এই রোগ মহামারী দিয়ে ভালো মানুষ কে নষ্ট করিবেন।