হে জীবন,
তুমি এক নিপুণ ভাস্কর ।
এম বাদল খন্দকার( বিশেষ প্রতিনিধি)
জাতীয় দৈনিক বাংলার সংবাদ।
আমার যত অভিযোগ,
তোমার সেই নির্মম ছেনির আঘাত নিয়ে,
যা দিয়ে তুমি প্রতিনিয়ত গড়েছো আবার ভেঙেছো আমায় ।
আমার নালিশ সেইসব সূক্ষ্ম কারুকার্য নিয়ে,
যা তুমি গড়তে গিয়েও সম্পূর্ণ করোনি,
রেখে দিয়ে গেছো অমসৃণ, অসমাপ্ত ।
কিন্তু-
আজ যখন নিজের অস্তিত্বের দিকে তাকাই,
তখন বুঝি-
আমার অভিযোগগুলো তো কেবল মূর্তির অবয়ব নিয়ে ।
আরও পড়ুনঃ কামরাঙ্গীরচরে রাত ১২টার পর দোকানপাট বন্ধের নির্দেশ
আমি ভুলে যাই,
যে পাথরটা খোদাই করে,
তুমি এই মূর্তি গড়েছো,সেই পাথর,
অর্থাৎ আমার এই “হয়ে ওঠা”,
এই বেঁচে থাকাটাই এক অলৌকিক প্রাপ্তি ।
এই মহাবিশ্বে,
কত লক্ষ কোটি সম্ভাবনার ভ্রূণ মিলিয়ে গেছে শূন্যে,
তারা তো পাথর হয়ে ওঠার সুযোগই পায়নি ।
তাদের তুলনায়,
আমার এই ক্ষতবিক্ষত,
অসম্পূর্ণ মূর্তিটাই এক মহাকাব্য ।
আমার অভিযোগগুলো আসলে,
সেই পরম প্রাপ্তির সামনে এক ধৃষ্টতা মাত্র ।
তোমার দেওয়া এই অস্তিত্বের কাছে,
আমার সমস্ত নালিশ এক নিঃশব্দ প্রণতিতে নত হয় ।