প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:
নোয়াখালীর সেনবাগের “ভলান্টিয়ার ফর সেনবাগ” এর তাল বীজ রোপন কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের প্রতি অকৃত্রিম ভালবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
শনিবার ( ১৬ আগস্ট ) বিকেলে নোয়াখালীর “ভলান্টিয়ার ফর সেনবাগ” এই সামাজিক ও স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠানের কর্মযজ্ঞের মাধ্যমে নানান ভাবে, নানান রকম পরিবেশ উন্নয়নে স্বেচ্ছাশ্রম দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় মুজারটেক টু চাচুয়া ব্রীজ পর্যন্ত সড়কের দু’ধারে তাল বীজ লাগিয়ে বৃক্ষরোপন পরিচালনা করছে। এরই মধ্যে স্বেচ্ছাসেবকগণ তাল বীজ লাগানোর কাজে ব্যস্ত।
তাল বীজ রোপনে উপস্থিত ছিলেন, “ভলান্টিয়ার ফর সেনবাগ” এর প্রতিষ্ঠাতা ফখরুল ইসলাম টিপু, সভাপতি মনির আহমেদ জুলেট, সেনবাগ ক্রিকেট ক্লাবের প্রতিষ্ঠাতা ও ক্রিকেটখোর ব্যাটালিয়ন, নোয়াখালী জোন এর অধিনায়ক মিজানুর রহমান (সুমন), শামছুল আলম টিপু, জহিরুল ইসলাম জহির, আবু শাকের সুমন, মো: জীবন, বাকের প্রমুখ।
আরও পড়ুনঃ সাংবাদিক তুহিনের পরিবারের পাশে গাজীপুর সিটি করপোরেশন
এসময় বিগত ২০২৩ সালে একই সড়কে তাল বীজ রোপনকৃত চারা গছিয়ে উঠেছে, তা দৃশ্যমান হয়েছে এবং চারাগাছের গোড়া পরিষ্কার করে দেয়া হচ্ছে এবং নতুন তাল বীজ রোপন করা হয়েছে। অন্যান্য স্বেচ্ছাসেবকদের মধ্যে হৃদয়ের টানে এগিয়ে এসে, স্বেচ্ছায় তাল বীজ রোপন কার্যক্রমে শরিক হয়েছেন, সাংবাদিক প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, সাংবাদিক আবদুল মোতালেব ও সাংবাদিক জুয়েল রানা।
”ভলান্টিয়ার ফর সেনবাগ” এর প্রতিষ্ঠাতা ফখরুল ইসলাম টিপু ও সভাপতি মনির আহমেদ জুলেট জানান, “ভলান্টিয়ার ফর সেনবাগ” এর বৃক্ষরোপন কর্মসূচি-২০২৫ ইং বাস্তবায়নে সেনবাগে বিভিন্ন ইউনিয়নের সকল রাস্তায় স্হানীয় জনগণের সার্বিক সহযোগিতায় আমাদের এ কর্মসূচি বাস্তবায়ন চলমান থাকবে।