বিশেষ প্রতিনিধি:
আজ বুধবার (১৩ আগস্ট) বিকেলে অভিযান পরিচালনা করেন নরসিংদীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম তানজিলা মরিয়ম।
তিনি জানান, নরসিংদী সার্কিট হাউজ সংলগ্ন অরবিট রেস্টুরেন্টে প্রথম অভিযান পরিচালনা করেন। অভিযানকালে নির্ধারিত পদ্ধতিতে মোড়কীয়করণ ও নির্ধারিত লেবেল ছাড়া প্যাকেটজাত খাবার সরবরাহ করতে দেখা যায়।
আরও পড়ুনঃ আইজেএফ এর আত্মপ্রকাশ সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণে কাজ করার অঙ্গীকার
এছাড়া অনিবন্ধিত অবস্থায় খাদ্য প্রস্তুত ও বিক্রয় করতে দেখা যায়, যা নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩২ (ক). ৩৩ ও ৩৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ বিধায় প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়।