প্রঃ ডঃ এম, এ, রশিদঃ
যে ছেলেটা নিজেকে প্রগতিশীল মুক্তমনা দাবি করে, টকশোতে মোল্লাদের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিয়ে আসে,
বাংলাদেশে ইসলাম পন্থার উত্থানে যেই ছেলেটা দিন-রাত চিন্তিত,
যে ছেলেটা একটি সুশীল বামপন্থী সেকুলার ধারার বাংলাদেশ গড়তে চায়,
ও বাপরে বাপ কিন্তু দেখা যাচ্ছে সে আসলে বামপন্থী নয়,
সে আসলে রামপন্থী।
খোঁজ নিয়ে দেখা যাবে সে রামকৃষ্ণ মিশন ইসকনের সদস্য।বামপন্থার মুখোশে উগ্র হিন্দুত্ববাদ।
আরও পড়ুনঃ গোঙা
যারা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়।
এই ছেলেটা ২০১৩ তে শাপলা চত্বরে নির্বিচারে মাদ্রাসার ছাত্র ওস্তাদদের হত্যা করার পরে উল্লাস করেছিল।
বুঝলাম না বাংলাদেশের সব নাস্তিকরাই মনে প্রানে হিন্দু হয়ে গেল কিভাবে?
তাদের কাছে ভারত ভালো লাগে, পূজা ভালো লাগে, হিন্দুদের রীতিনীতি ভালো লাগে, হিন্দুদের উৎসব ভালো লাগে, ভালো লাগে না শুধু ইসলাম।