এম এ রউফঃ
সূধী আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালোই আছেন। পৃথিবী বদলে গেছে আমরা বদলে যেতে পারি না। ৫৪ বছর ধরে চলমান চলছে চলবে।
আপনারা দায়িত্ব পালন করছেন। আমরা আপনারা কে দায়দায়িত্ব দিয়েছি। আমরা আপনাদেরকে বিশ্বাস করে দায়িত্ব দিয়েছি।
আমার সোনার বাংলা আমরা দেশ কে ভালোবাসতে জানি।যাহারা দেশের দায়িত্ব পালন করছেন। আপনাদের জন্য শুরুতেই শুভকামনা। বাংলাদেশ রেমিট্যান্স যোদ্ধা পরিবার পরিষদ সংগঠন হতে। আপনারা বুদ্ধিজীবিজ্ঞানী। দূঃখের সহিত বলতে চাই।
আরও পড়ুনঃ গাজীপুরে এক সাংবাদিককে জবাই করে হত্যা ক্রাইম রিপোর্টারদের উদ্বেগ
কিছু অদক্ষ শিক্ষক দারা পরিচালিত নোংরামি নোংরা রাজনৈতিক মিথ্যা কথা দিয়ে সাধারণ জনের সংগে ও দেশের সংগে প্রতারণা করেছেন।দেশের একটি মানুষের ও নিরাপত্তা ব্যবস্থা করে দিতে পারে না। কবে আমরা মানুষ হইবো। কবে আমরা পরের প্রজন্মের জন্য ও দেশের জন্য কাজ কর্ম করিবো। কবে আমরা দেশ গঠন করিবো ও পরিবর্তন করিবো।
শুধু আমরা আছি লম্বা লম্বা বক্তব্য দেওয়ার জন্য। কাজের বেলায় ঘোড়া ডিম। কথা আর কাজে মিল নেই মানবাধিকার বলতে কিছু ই নেই। দয়া করে একে অপরকে দোষারোপ না করে ভালোবাসা তৈরি করে সমাজ ও দেশ টাকে পরিস্কার ও পরিবর্তন করুন।
আমার বক্তব্য যদি ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বাংলাদেশ রেমিট্যান্স যোদ্ধা পরিবার দেশপ্রেমিক আপনারা জানেন।
ধন্যবাদ ।
এম এ রউফ
রেমিট্যান্স যোদ্ধা পরিষদ সংগঠনের পক্ষে হতে