মোহাম্মদ করিম বান্দরবান জেলা প্রতিনিধিঃ
লামা তথ্য অফিসের উদ্যোগে কমিউনিটি সভা এবং সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
লামায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের ২০২৫-২০২৬ অর্থবছরের জিওবি খাতের আওতায় ১ম প্রান্তিকের কমিউনিটি সভা ও চলচ্চিত্র প্রদর্শনী বুধবার ৬ আগস্ট সকালে লামা সদর ইউনিয়ন পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনঃ ময়মনসিংহ সিপিএসসি, র্যাব-১৪,কর্তৃক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
কমিউনিটি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন লামা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান উপস্থিত অভিভাবকদের সঠিক সময়ে জন্ম-মৃত্যু নিবন্ধন নিশ্চিতকরণ এবং নাগরিক সেবা-এর উপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তৃতায় সহকারী তথ্য অফিসার সর্বজনীন পেনশন স্কিম, টাইফয়েড ভ্যাকসিন, জন্ম নিবন্ধন, শিক্ষা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, পানিতে ডুবে শিশুমৃত্যু রোধ, ডেংগু প্রতিরোধ, দুর্যোগকালীন নিরাপত্তা, নারী ও শিশুর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ এবং সরকারি সুযোগ-সুবিধা সংক্রান্ত তথ্য উপস্থাপন করেন।